Saturday, August 23, 2025

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বেলেঘাটা বিধানসভার কর্মিসভায় তৃণমূলের নিশানায় বিজেপি

Date:

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বেলেঘাটা বিধানসভার কর্মিসভায় তৃণমূলের নিশানায় বিজেপি। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, কুণাল ঘোষ, জীবন সাহা, অয়ন চক্রবর্তী, ইকবাল আমেদ, চিনু বিশ্বাস, আশুতোষ দাস, অলোকানন্দা দাস, শচীন সিং, পাপিয়া ঘোষসহ কাউন্সিলররা। ছিল শ্রেয়া পান্ডেও।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের সঙ্গে থাকে। ১০০ দিনের কাজের টাকা দেয় না মোদি সরকার।‌লাগাতার আন্দোলন তবু টাকা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে দিয়ে দিলেন। বাংলার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে লড়াই করছেন। এদিন কুণাল আহবান জানান, এমনভাবে ভোট করুন যাতে পরের সরকারের নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেসের হাতে। তিনি স্মরণ করিয়ে দেন, গত চার বছরে ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা ট্যাক্স বাবদ নিয়ে গেছে দিল্লি। অথচ আমাদের বকেয়া দেড় লক্ষ কোটি টাকা দেওয়ার নাম নেই।
কুণালের কটাক্ষ, বাংলার ভোটার তালিকাটা বদলাবে কী করে? বাংলার মানুষ তো ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখনও বিজেপি প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। আসলে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস-সিপিএমকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া। রাজ্য কংগ্রেস বিজেপির দালাল।মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট চেয়েছিলেন। সেটা আছে, কিন্তু বাংলার অধীর কংগ্রেস বিজেপির সঙ্গে জোট বেঁধে সব ভেস্তে দিতে চাইছে। বেলেঘাটা পারবে বেলেঘাটার রেকর্ড ভাঙতে। বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেন। যারা তৃণমূলকে ভোট দেননি তাদেরকে গিয়ে বোঝানোর কথা বলেন। কোথায় সমস্যা আছে জানার চেষ্টা করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোট বাড়ানোর কথা বলেন কুণাল।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিলগ্নীকরণের বিপক্ষে নই। কিন্তু লাভজনক সংস্থাকে বেসরকারি হাতে দেওয়াকে আমরা মানি না , আর বিজেপি সেটাই করছে। এরা লাভজনক শিল্প সংস্থা আদানি আম্বানিদের দিয়ে দিচ্ছে। রেলটাকে পুরোপুরি বেসরকারিকরণ করার চেষ্টা করছে। এদের দৌলতে কৃষকরাও বিপদের সম্মুখে।
তিনি আরও বলেন, রাজ্যের বকেয়া আদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ১০০ দিনের কাজের টাকা দ্রুত ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী আশ্বাসও দেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বিজেপি-কংগ্রেস যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তা রুচিহীন। বেলেঘাটার মানুষ ভোলেনি সিপিএমের অত্যাচার। এর জবাব ব্যালট বাক্সে দিতে হবে।

 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version