Wednesday, November 12, 2025

দীর্ঘ ১৫ মাস পর মাঠে নেমে আবেগে ভাসলেন পন্থ, জানালেন মনের কথা

Date:

অবশেষে মাঠে নামলেন ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাসের বিরতীর পর ফের ক্রিকেট মাঠে খেলতে নামলেন পন্থ। আর মাঠে নামেই আবেগে ভাসলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। বললেন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কথা মনে রাখতে চাননা তিনি। মাঠে নেমে খেলা উপভোগ করতে চান তিনি।

আজ আইপিএল-এর অভিযান শুরু করেছে দিল্লি। প্রথম ম্যাচে পন্থদের সামনে পাঞ্জাব কিংস। আর সেই ম্যাচে টস করতে নামেন পন্থ। তখন পন্থকে জিজ্ঞাসা করা হয়, সেই দুর্ঘটনা নিয়ে। তখন দিল্লি অধিনায়ক বলেন, “ এই মুহূর্ত আমার কাছে খুব আবেগের। কিন্তু খুব বেশি ভাবছি না। দুর্ঘটনার কথা এখন মনে রাখতে চাই না। এত দিন পরে মাঠে নেমেছি। খেলা উপভোগ করতে চাই।“

গত মরশুমে খেলতে পারেননি পন্থ। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার। খুব একটা ভাল ফল হয়নি দিল্লির। যদিও চলতি মরশুমে সেসব নিয়ে ভাবতে চাননা পন্থ। এই নিয়ে তিনি বলেন, “ গত মরশুমে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই সব কথা এখন ভাবতে রাজি নই। এবার নতুন মরশুম। আমরা ভাল করে প্রস্তুতি নিয়েছি। এবার ভাল ফল করতে চাই।“

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। তারপর অস্ত্রোপচারও হয় তাঁর। এরপর এনসিএ-তে ধীরে ধীরে রিহ্যাব করে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। আর অবশেষে নিজেকে ফিট প্রমাণ করে দীর্ঘ ১৫ মাস পর আইপিএল-এ নামলেন তিনি।

আরও পড়ুন- চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট, কি সেই রেকর্ড?

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version