ইডেনে রাসেল ঝড়, জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু কেকেআরের

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।

0
1

ইডেনে রাসেল ঝড়। যার যেরে জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো ৪ রানে। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৬৪ রানে অপরাজিত তিনি। ব্যর্থ গেল হায়দরাবাদের ব্যাটার ক্লাসেনের ৬৩ রান।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে নাইট রাইডার্স। কেকেআরের হয়ে শুরুটা ভালোই করেন উইকেটরক্ষক সল্ট। ৫৪ রান করেন তিনি। তবে ২ রানে আউট হন সুনীল নারিন। অধিনায়ক শ্রেয়স আইয়র করেন শূন্যরান। ৩৫ রান করেন রমনদীপ সিং। নীতিশ রানা করেন ৯ রান। ২৩ রান করেন রিঙ্কু সিং। ৬৪ রানে অপরাজিত রাসেল। ৬ রানে অপরাজিত স্টার্ক। হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন টি নটরাজন। ২ উইকেট নেন মারকান্ডে। ১ উইকেট নেন কামিন্স।

জবাবে ব্যাট করতে নেমে ২০৪ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এবং অভিষেক শর্মা। দু’জনেই করেন ৩২ রান। ৬৩ রান করেন ক্লাসেন। কেকেআরের হয়ে তিন উইকেট নেন হৃষিত রানা। দুটি উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন।

আরও পড়ুন- জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু পাঞ্জাবের, দিল্লিকে হারালো ৪ উইকেটে