বসন্ত উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ভারতীয় জাদুঘর এবং দীক্ষামঞ্জরী এর যৌথ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে ২৩ মার্চ

বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত উৎসবের মুহূর্তে নানান ভাবে উৎসবকে রাঙিয়ে তুলতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।ভারতীয় জাদুঘর এবং দীক্ষামঞ্জরী এর যৌথ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে ২৩ মার্চ জাদুঘর প্রাঙ্গণে, সন্ধ্যা ৬টায়। নৃত্য পরিচালনায় ডোনা গঙ্গোপাধ্যায়। শ্রাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হবে। চলছে তারই মহড়া।

 

Previous articleবেআইনি নির্মাণ রুখতে কড়া আইন চালুর পথে কলকাতা পুরসভা!
Next articleজোকা-এসপ্ল্যানেড রুট চালু হবে তো? চিন্তায় কলকাতা মেট্রো