Sunday, May 11, 2025

ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না বিজেপি, ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে! 

Date:

লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারে (Diamond। Harbour) প্রার্থী দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি (BJP)। ভোটের আগে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিপরীতে প্রার্থী দিতে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে দিল্লির বিজেপি নেতাদের। এখানেই শেষ নয় শোনা যাচ্ছে আসানসোলেও কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দলের অন্দরে বিভাজন। দক্ষিণবঙ্গের আরেকটি কেন্দ্রের ক্ষেত্রেও একই ঘটনা। সূত্রের খবর আজ বিকেলে ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

বিজেপির অন্দরের জট কিছুতেই যেন কাটছে না। বাংলায় ৪২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করতে হিমশিম খাচ্ছেন দিল্লির নেতারা। প্রাথমিকভাবে ১৯ জনের তালিকা প্রকাশিত হলেও, বাকি ২৩ আসনের জন্য কাকে দাড় করানো হবে সেই মুখ নাকি খুঁজে পাচ্ছে না গেরুয়া শিবির। অতএব দফায় দফায় বৈঠক, কখনও বাংলায় কখনও রাজধানীতে। বিজেপি সূত্রে খবর আজ বিকেলে কুড়ি জনের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। তার মানে ৩ আসন নিয়ে এখনও দোটানায় পদ্ম শিবির। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অনুগামীরা আদি বিজেপি নেতৃত্বকে সরিয়ে ফেলতে চাইছেন বলে অভিযোগ। এখনও পর্যন্ত টিকিট পাননি দিলীপ ঘোষ। সূত্রের খবর সুকান্ত মজুমদারের সঙ্গে প্রতিমুহূর্তে মতানৈক্য হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। এই অবস্থায় দিল্লিতে বাংলার দুই নেতাকে ডেকে নিয়ে গিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব। তাতেও কোনও সমাধান সূত্র মেলেনি। সুকান্ত মজুমদার মুখে যতই বলুন কোথাও কোনও সমস্যা নেই কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নামে রীতিমতো কাঁপতে শুরু করেছে বিজেপি শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার মতো মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। কার্যত বাংলায় প্রার্থী ঘোষণা করতে নাভিশ্বাস উঠছে মোদি-শাহদের। ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে।

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version