Wednesday, August 27, 2025

গোটা বিশ্ব থেকে প্রবাসী ও অভিবাসীদের স্বাগত জানানো কানাডা এবার অস্থায়ী বাসিন্দা কমানোর পথে। আগামী তিন বছরে এই সংখ্যা কমিয়ে ফেলা হবে বলেই জানালেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। ট্রুডো সরকারের আইন অনুযায়ী পর্যটক, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও অস্থায়ী বাসিন্দারা তাঁদের দেশের অভিবাসী। এবার এই সংখ্যা কমানোর প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রী বা কর্মচারী কোন শ্রেণির ওপর কোপ পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ভারত থেকে একটা বিরাট সংখ্যায় শিক্ষার্থী ও তাঁদের পরিবার প্রতিবছর কানাডার অভিবাসী হন। তাঁদের ওপরও কতটা প্রভাব পড়বে নির্দিষ্ট করে জানানো হয়নি মন্ত্রকের তরফে।

সারা বিশ্বের পড়ুয়া থেকে বিভিন্ন ধরনের কর্মী শ্রেণির মানুষের বিশেষ পছন্দের দেশ কানাডা। এতদিন কানাডা সরকারও তাঁদের সাদরে গ্রহণ করেছে। প্রথমে অস্থায়ী বাসিন্দা ও পরে তাঁদের স্থায়ী নাগরিকেরও স্বীকৃতি দেয় কানাডা। শুধুমাত্র ২০২২ সালের হিসাব অনুযায়ী ৪ লক্ষ ৩৭ হাজার নতুন নাগরিক ও ৬ লক্ষ ৪ হাজার অস্থায়ী বাসিন্দা যুক্ত হয়েছে এক বছরে।

অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের দাবি, ২০২৩ সালে কানাডায় মোট অস্থায়ী বাসিন্দা ২৫ লক্ষ, যা দেশের জনসংখ্যার ৬.২ শতাংশ। এই সংখ্যাকে আগামী তিন বছরে কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই উদ্দেশে সব অঙ্গরাজ্য ও অঞ্চলগুলিকে তাদের প্রয়োজনীয় কর্মীর হিসাব করতে নির্দেশ দেওয়া হয়েছে। মিলারের দাবি প্রতিবছর অস্থায়ী বাসিন্দার সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। কর্মসংস্থান ও বাসস্থানের সংস্থান সমস্যা শুরু হতে পারে এর থেকে। ফলে তার আগেই এই পথে যাওয়ার নীতি নিচ্ছে কানাডা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version