Monday, November 17, 2025

গোটা বিশ্ব থেকে প্রবাসী ও অভিবাসীদের স্বাগত জানানো কানাডা এবার অস্থায়ী বাসিন্দা কমানোর পথে। আগামী তিন বছরে এই সংখ্যা কমিয়ে ফেলা হবে বলেই জানালেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। ট্রুডো সরকারের আইন অনুযায়ী পর্যটক, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও অস্থায়ী বাসিন্দারা তাঁদের দেশের অভিবাসী। এবার এই সংখ্যা কমানোর প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রী বা কর্মচারী কোন শ্রেণির ওপর কোপ পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ভারত থেকে একটা বিরাট সংখ্যায় শিক্ষার্থী ও তাঁদের পরিবার প্রতিবছর কানাডার অভিবাসী হন। তাঁদের ওপরও কতটা প্রভাব পড়বে নির্দিষ্ট করে জানানো হয়নি মন্ত্রকের তরফে।

সারা বিশ্বের পড়ুয়া থেকে বিভিন্ন ধরনের কর্মী শ্রেণির মানুষের বিশেষ পছন্দের দেশ কানাডা। এতদিন কানাডা সরকারও তাঁদের সাদরে গ্রহণ করেছে। প্রথমে অস্থায়ী বাসিন্দা ও পরে তাঁদের স্থায়ী নাগরিকেরও স্বীকৃতি দেয় কানাডা। শুধুমাত্র ২০২২ সালের হিসাব অনুযায়ী ৪ লক্ষ ৩৭ হাজার নতুন নাগরিক ও ৬ লক্ষ ৪ হাজার অস্থায়ী বাসিন্দা যুক্ত হয়েছে এক বছরে।

অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের দাবি, ২০২৩ সালে কানাডায় মোট অস্থায়ী বাসিন্দা ২৫ লক্ষ, যা দেশের জনসংখ্যার ৬.২ শতাংশ। এই সংখ্যাকে আগামী তিন বছরে কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই উদ্দেশে সব অঙ্গরাজ্য ও অঞ্চলগুলিকে তাদের প্রয়োজনীয় কর্মীর হিসাব করতে নির্দেশ দেওয়া হয়েছে। মিলারের দাবি প্রতিবছর অস্থায়ী বাসিন্দার সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। কর্মসংস্থান ও বাসস্থানের সংস্থান সমস্যা শুরু হতে পারে এর থেকে। ফলে তার আগেই এই পথে যাওয়ার নীতি নিচ্ছে কানাডা।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version