Sunday, May 4, 2025

গোটা বিশ্ব থেকে প্রবাসী ও অভিবাসীদের স্বাগত জানানো কানাডা এবার অস্থায়ী বাসিন্দা কমানোর পথে। আগামী তিন বছরে এই সংখ্যা কমিয়ে ফেলা হবে বলেই জানালেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। ট্রুডো সরকারের আইন অনুযায়ী পর্যটক, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও অস্থায়ী বাসিন্দারা তাঁদের দেশের অভিবাসী। এবার এই সংখ্যা কমানোর প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রী বা কর্মচারী কোন শ্রেণির ওপর কোপ পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ভারত থেকে একটা বিরাট সংখ্যায় শিক্ষার্থী ও তাঁদের পরিবার প্রতিবছর কানাডার অভিবাসী হন। তাঁদের ওপরও কতটা প্রভাব পড়বে নির্দিষ্ট করে জানানো হয়নি মন্ত্রকের তরফে।

সারা বিশ্বের পড়ুয়া থেকে বিভিন্ন ধরনের কর্মী শ্রেণির মানুষের বিশেষ পছন্দের দেশ কানাডা। এতদিন কানাডা সরকারও তাঁদের সাদরে গ্রহণ করেছে। প্রথমে অস্থায়ী বাসিন্দা ও পরে তাঁদের স্থায়ী নাগরিকেরও স্বীকৃতি দেয় কানাডা। শুধুমাত্র ২০২২ সালের হিসাব অনুযায়ী ৪ লক্ষ ৩৭ হাজার নতুন নাগরিক ও ৬ লক্ষ ৪ হাজার অস্থায়ী বাসিন্দা যুক্ত হয়েছে এক বছরে।

অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের দাবি, ২০২৩ সালে কানাডায় মোট অস্থায়ী বাসিন্দা ২৫ লক্ষ, যা দেশের জনসংখ্যার ৬.২ শতাংশ। এই সংখ্যাকে আগামী তিন বছরে কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই উদ্দেশে সব অঙ্গরাজ্য ও অঞ্চলগুলিকে তাদের প্রয়োজনীয় কর্মীর হিসাব করতে নির্দেশ দেওয়া হয়েছে। মিলারের দাবি প্রতিবছর অস্থায়ী বাসিন্দার সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। কর্মসংস্থান ও বাসস্থানের সংস্থান সমস্যা শুরু হতে পারে এর থেকে। ফলে তার আগেই এই পথে যাওয়ার নীতি নিচ্ছে কানাডা।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version