সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। আবির, রঙে মেতে উঠেছে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব প্রান্তই। সোমবার দেশবাসীকে দোল (Dol) ও হোলির (Holi) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দোলের আগে দেশবাসীর উদ্দ্যেতশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘‘দেশে আমার সকল পরিবারকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। স্নেহ ও সদ্ভাবের রঙে সজ্জিত এই ঐতিহ্যবাহী উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্যম নিয়ে আসুক।’’ সোমবার রঙিন হয়ে উঠেছে কাশ্মীর থেকে কন্যা্কুমারী। দেশবাসীর হোলি যাতে আনন্দের সঙ্গে কাটে, সেই শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।