Thursday, August 21, 2025

প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিবাদ! কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু মমতার, ৩১ মার্চ ধুবুলিয়ায় সভা

Date:

ছক ভেঙে এবার কৃষ্ণনগর দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণত যেসব কেন্দ্রে আগে ভোট থাকে সেখানেই প্রথমে প্রচার করেন তিনি। কিন্তু ষড়যন্ত্র করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া, সম্প্রতি তাঁর বাবার বাড়িতে CBI হানা- এইসবই রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তৃণমূলের (TMC)। নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এইভাবে হেনস্থার বিরুদ্ধে আক্রমণ শাণাতেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দিয়ে ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সভানেত্রী। ধুবুলিয়ায় ওই দিন সভা রয়েছে তাঁর।

দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেও কাজ করেছেন। মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে বহুতল বিপর্যয় ঘটনারস্থলে উপস্থিত হন। নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন। এবার খানিকটা সুস্থ হয়ে নামছেন প্রচারে। সূত্রের খবর, ৩১ মার্চ কৃষ্ণনগরে (Krishnanagar) ধুবুলিয়ার মাঠ থেকে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

লোকসভায় নির্বাচন আগেই অতিরিক্ত তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের হেনস্থা এমনকী গ্রেফতারও করছে বিজেপি ‘নিয়ন্ত্রিত’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা ইস্যুতে সরব বিজেপি বিরোধী দলগুলি। কেজরিওয়ালের গ্রেফতারিতে নতুন করে একজোট I.N.D.I.A জোট। বাংলায় মহুয়া মৈত্র থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা স্বরূপ বিশ্বাস- তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করছে ইডি-সিবিআই-আয়কর। এই নিয়ে আগেও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো-সহ শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় মহুয়া মৈত্রের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বার্তা দেন সেদিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা।




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version