Friday, November 14, 2025

প্রথম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। দিন ঘোষণা থেকে চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি (MCC)। কিন্তু কোনও তারকা প্রার্থী বা প্রচারক যদি সেই নিয়ম না মানেন সেক্ষেত্রে দলীয় প্রতীক এমনকি দলের স্বীকৃতি বাতিল হয়ে যেতে পারে বলেই কড়া নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)।

মার্চের এক তারিখে কমিশনের তরফে যে আচরণ বিধি সংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছিল তা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেদিকে সজাগ দৃষ্টি দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নির্দেশিকা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল ভোট প্রচারের সময় রাজনৈতিক দল বা প্রার্থী কোন ভুয়ো মন্তব্য করতে পারবেন না, ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না, রাজনৈতিক দলের প্রচারে যাতে কোনও ভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয়, তা মাথায় রাখতে হবে, কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না। কমিশন সূত্রে খবর, কোনও রাজনৈতিক দল যদি তারকা প্রচারকদের নির্বাচনী বিধি মেনে চলা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তা হলে ১৯৬৮-এর ধারা ১৬-এ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যার ফলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি বাতিল হতে পারে। এমনকি ‘ফ্রিজ’ হতে পারে নির্বাচনী প্রতীকও। যদিও এখনও পর্যন্ত কোনও দলের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ মেলেনি।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version