‘কেকেআরের এই ক্রিকেটারকে দেখে অনুপ্রাণিত’, আরসিবিকে ম্যাচ জিতিয়ে বললেন ফিনিশার কার্তিক

ম্যাচ শেষে কার্তিক বলেন, “ রিঙ্কু সিংকে দেখে আমি অনুপ্রাণিত। কী দারুণ ব্যাটিং করছে রিঙ্কু।

গতকাল আইপিএল-এর ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গেলোর। সৌজন্যে বিরাট কোহলি। করেন ৭৭ রান। তবে আরসিবির জয়ের জন্য শেষ কাজটি করেন দিনেশ কার্তিক। ফিনিশার কার্তিক ১০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দু’ওভারে কার্তিকের মারমুখী ব্যাটিং পাঞ্জাবের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে আসে আরসিবি ক্যাম্পে। আর দলের জন্য এই জয় এনে দিতে পেরে উচ্ছ্বসিত কার্তিক। বললেন, রিঙ্কু সিংয়ের ব্যাটিং থেকে অনুপ্রাণিত তিনি।

ম্যাচ শেষে কার্তিক বলেন, “ রিঙ্কু সিংকে দেখে আমি অনুপ্রাণিত। কী দারুণ ব্যাটিং করছে রিঙ্কু। বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটারের খেলা দেখে আমি শিখছি।” এরপর তিনি আরও বলেন, “ রসিকতা সরিয়ে রেখে বলছি। এই ধরনের পরিস্থিতির মোকাবিলা কীভাবে করতে হবে, তানিয়ে আমি বহু অনুশীলন করেছি। এর জন্য আমার কোচকে কৃতিত্ব দেব। প্রায় দশ বছর ধরে কোচ আমাকে নিয়ে খেটেছেন। এই ধরনের পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, সেই সম্পর্কে আমি ওয়াকিবহাল। ফলে এই ধরনের অবস্থায় আমি নিজের খেলা শুরু করি। নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। পরিস্থিতির মূল্যায়ণ করার চেষ্টা করে থাকি।“

আরও পড়ুন- কোপা আমেরিকা , ব্রাজিলের গ্রুপে কোস্টারিকা

Previous articleপ্রতিহিংসামূলক রাজনীতির প্রতিবাদ! কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু মমতার, ৩১ মার্চ ধুবুলিয়ায় সভা
Next articleকেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে তথ্য ওয়েব সাইটে দেবে নির্বাচন কমিশন