Thursday, August 21, 2025

ভোটের সময় তাপপ্রবাহ থেকে বাঁচতে বেশ কিছু নির্দেশিকা নির্বাচন কমিশনের

Date:

ভরা গ্রীষ্মেই লোকসভা ভোটের আয়োজন করা হয়েছে দেশ জুড়ে। সাত দফায় দীর্ঘ সময় ধরে চলবে ভোট পর্ব। তাই ভোটে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রবল গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলা নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। এমত অবস্থায় সাধারণ ভোটার ও ভোট কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখে বেশ কিছু নির্দেশ দিয়েছে কমিশন। প্রবল গরমে যাতে তাঁরা অসুস্থ হয়ে না পড়েন তা দেখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে।১) বহুতল বাড়ির ক্ষেত্রে ভোটকেন্দ্র নিচু তলায় করতে হবে।

২) কোনও ভোটারকে ২ কিলোমিটারের বেশি ভোট দিতে যেতে হবে না। একমাত্র পাহাড়ি এলাকার ক্ষেত্রে এই দূরত্ব একটু বেশি হতে পারে।

৩) প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস।

৪) ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের জন্য টেবিল, চেয়ার ও বেঞ্চ রাখতে হবে। বসার ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী, অন্তঃস্বত্ত্বা ও প্রবীণ ভোটারদের জন্য

৫) ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য মাথার উপর আচ্ছাদন তৈরি করতে হবে।

৬) অনেক মা শিশুদের নিয়ে ভোট দিতে যান। ওই শিশুদের দেখভালের জন্য প্রতি ভোট কেন্দ্রে এক জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

কোনও ব্যক্তির ‘সান স্ট্রোক’ হলে কমিশনের পরামর্শ:

১) ঠান্ডা জায়গায় ওই ব্যক্তিকে শুইয়ে দিতে হবে। মাথায় জল ঢালতে হবে। ওই ব্যক্তির ঘর্মাক্ত জামাকাপড় পরিষ্কার করতে হবে।

২) ওআরএস বা ওই ধরনের কোনও পানীয় খাওয়াতে হবে।

৩) পরিস্থিতি আশঙ্কাজনক হলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করাতে হবে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version