Monday, August 25, 2025

নজরে লোকসভা নির্বাচন: আজ থেকে নিজের কেন্দ্রে প্রচার শুরু অভিষেকের!

Date:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে (Diamond Harbour Constituency) প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে বিরোধীরা। রাম-বাম কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দাঁড় করানোর মতো মুখ খুঁজে পাচ্ছে না। তাতে অবশ্য আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় তৃণমূল (TMC)। আগামী ১ জুন অভিষেকের লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন প্রার্থীদের সমর্থনে প্রচার সেরেছেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার শুরু করছেন অভিষেক (Abhishek Banerjee)। আজই তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭ বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি (Election Meeting) বৈঠক করবেন তিনি।

লোকসভা ভোটের দিন ঘোষণার আগে থেকেই বঙ্গ রাজনীতিতে ডায়মন্ড হারবার কেন্দ্র আলোচনার শীর্ষে উঠে এসেছিল। তৃণমূল (TMC) বিরোধী সব রাজনৈতিক নেতৃত্বই সেখানে লড়তে চেয়ে হুংকার দিয়েছিলেন। কিন্তু শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণার ১৬ দিন পরেও কোন দলই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থীই ঘোষণা করেনি। আর কংগ্রেস–সিপিএম–আইএসএফ হুঙ্কার ছাড়লেও সাহস দেখায়নি। রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবারকে মডেল করে তুলেছেন সাংসদ অভিষেক। যে পরিমাণ কাজ তিনি করেছেন তাতে খড়কুঠোর মতো উড়ে যাবেন যে কেউ। সুতরাং মুখে বললেও হার নিশ্চিত জেনে ময়দানে নামতে চাইছে না কেউ।আজ থেকে ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭, ২৮ এবং ২৯ মার্চ আমতলার সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন তৃণমূল সাংসদ। ভোটের রূপরেখা ওই বৈঠকে তৈরি হবে। ২ এপ্রিল কোচবিহার যাবেন অভিষেক। সেখান থেকে ৩ এপ্রিল বীরভূমে যাওয়ার কথা। সুতরাং ঠাসা কর্মসূচি নিয়েই গোটা এপ্রিল মাস বাংলার নানা প্রান্ত চষে বেড়াবেন অভিষেক। সারা বাংলা অপেক্ষা করছে তাঁর বক্তব্য শোনার জন্য।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version