আজ দিল্লি হাইকোর্টে কেজরি মামলার শুনানি!

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি (ED)। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা করেন কেজরি(Arvind Kejriwal)। আজ সকাল ১০টায় বিচারপতি স্বর্ণকান্ত শর্মার একক বেঞ্চে সেই মামলার শুনানি।

বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে রাজধানিতে বিক্ষোভ প্রতিবাদে সরব আপ (AAP )নেতা কর্মী সমর্থকেরা। গ্রেফতারির প্রতিবাদে আম আদমি পার্টি মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানে অংশ নেয়। পুলিশ তাঁদের সরিয়ে দিলেও দলের শীর্ষনেতার গ্রেফতারি নিয়ে বিভিন্ন স্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুধু আপ নয়, বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এ মাসের শেষে র‌্যালির ডাক দেওয়া হয়েছে। কেজরির তরফে গত শনিবার হাই কোর্টে পিটিশন দায়ের করে গ্রেফতারি এবং হেফাজতে পাঠানোর নির্দেশকে ‘বেআইনি’ বলে চ্যালেঞ্জ করা হয়। এদিন কোর্ট খোলার পর প্রথমেই আপ-প্রধানের মামলা শুনবেন বিচারপতি শর্মার একক বেঞ্চ বলেই খবর।

Previous articleনজরে লোকসভা নির্বাচন: আজ থেকে নিজের কেন্দ্রে প্রচার শুরু অভিষেকের!
Next articleদক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি, চলতি সপ্তাহেই তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে!