Sunday, November 9, 2025

রাতের অন্ধকারে যুবককে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন! চাঞ্চল্য বউবাজারে

Date:

রাতের অন্ধকারে ফের শহরে খুনের ঘটনায় চাঞ্চল্য! বউবাজারে (Bowbazar) আচমকা এক ফুটপাথবাসীকে খুনের ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে উঠল এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার রাত পৌনে দুটো নাগাদ এক ফুটপাতবাসী যুবককে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে খুনের অভিযোগ আরেক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঞ্জয় মল্লিক (Sanjay Mallick), বয়স ২৭ বছর। লালবাজার (Lal Bazar) সূত্রে খবর, মৃত যুবক স্থানীয় একটি দোকানের কর্মচারী ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি ফুটপাতেই (Footpath) ঘুমোচ্ছিলেন৷ এরপর রাত দেড়টা নাগাদ একদল যুবক ক্যাবে চেপে বউবাজার থানার অন্তর্গত চিত্তরঞ্জন অ্যাভিনিউতে আসেন।

এদিকে স্থানীয় সূত্রে খবর, ফুটপাতে যারা শুয়েছিলেন তাঁদের প্রত্যেককে ঘুম থেকে জাগিয়ে তারা জিজ্ঞেস করে সঞ্জয় কোথায়? এরপরেই সঞ্জয়কে দেখতে পেয়ে রাস্তার পাশ থেকে একটি পাথর তুলে তার মাথায় বারংবার আঘাত করতে থাকে অভিযুক্ত৷ এরপরই বিষয়টি নজরে আসতেই সেখানে উপস্থিত সকলে চেঁচামেচি শুরু করলে ওই অ্যাপ ক্যাব উঠে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা৷ এদিকে ঘটনার তদন্তে নেমে মৃত সঞ্জয় মল্লিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক শত্রুতা ছিল তাঁর স্বামী এবং সুমিত কুমার সাউ নামে এক ব্যক্তির৷ এরপরই তিনি সরাসরি অভিযোগ করেন, সম্ভবত সুমিত কুমার সাউই সঞ্জয়কে খুন করেছেন। এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সুমিত কুমার সাউ দক্ষিণবন্দর থানা এলাকায় রয়েছে৷ এরপরই গভীর রাতে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা দক্ষিণবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সুমিত কুমার সাউকে গ্রেফতার করে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণবন্দর থানা এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী সুমিত কুমার সাউ, সঞ্জয়কে মাথায় কংক্রিটের চাঙড় দিয়ে থেঁতলে দেয় বলে পুলিশ সূত্রে খবর। তবে রাতের কলকাতায় ফের এম্ন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version