Thursday, August 28, 2025

নির্বাচনী প্রচারে কে কীভাবে চমক দিতে পারে এখন যেন তারই টক্কর চলছে। প্রচারের ক্ষেত্রে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এর মধ্যে ব্যতিক্রম নন বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। একেবারে ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলতে চলেছেন তিনি।

বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে তৈরি হয়েছে ‘থিম সং’, যার নাম ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’৷ টলিউডের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার ওরফে পুচে এবং বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পালের হাত ধরে তৈরী হয়েছে এই গান৷ এক্ষেত্রে উল্লেখ্য, গানের লেখক সোহম পাল নিজেই৷

ইতিমধ্যেই গানটি ঘুরছে তৃণমূল নেতা কর্মীদের মোবাইলে মোবাইলে। আগামী দিনে গানটি বাজবে বারাসাত লোকসভা নির্বাচনী ক্ষেত্রের আনাচে কানাচে এমনটাই দাবি দলীয় কর্মীদের। ‘থিম সং’ এর বিষয়বস্তু উন্নয়ন। গানের শুরুতেই থাকছে ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’। মূলত নির্বাচনী প্রচারেকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গানে উল্লেখিত হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের অবদানের কথা। অন্ধকারাচ্ছন্ন বারাসত শহরকে সবুজ, আলোকিত শহরে পরিণত করেছেন তিনি। পাশাপাশি বারাসতের জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, সড়কের উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে স্কলারশীপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সহ কোনো ক্ষেত্রই উপেক্ষিত হয়নি এই গানে । কাকলি ঘোষ দস্তিদারের ৫ বছরের উন্নয়ন থরে থরে গানের মধ্যে সাজানো হয়েছ। বিগত ১৫ বছর ধরে মানুষের সেবা করে আসছেন কাকলি। ২০ বছরের লক্ষে এবার তার প্রচারকে আরও আকর্ষণীয় করে তুলতে এই থিম সং সে মানুষের মধ্যে সাড়া ফেলবে এটা বলাই বাহুল্য।

আরও পড়ুন- প্রচারে বিধিভঙ্গের অভিযোগ জুন-ইউসুফের বিরুদ্ধে, সরব বিজেপি-কংগ্রেস

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version