Thursday, November 6, 2025

তৈরি হল থিম সং! এবার ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলবেন কাকলি

Date:

নির্বাচনী প্রচারে কে কীভাবে চমক দিতে পারে এখন যেন তারই টক্কর চলছে। প্রচারের ক্ষেত্রে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এর মধ্যে ব্যতিক্রম নন বারাসতের তিনবারের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। একেবারে ফিল্মি কায়দায় প্রচারে ঝড় তুলতে চলেছেন তিনি।

বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে তৈরি হয়েছে ‘থিম সং’, যার নাম ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’৷ টলিউডের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার ওরফে পুচে এবং বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পালের হাত ধরে তৈরী হয়েছে এই গান৷ এক্ষেত্রে উল্লেখ্য, গানের লেখক সোহম পাল নিজেই৷

ইতিমধ্যেই গানটি ঘুরছে তৃণমূল নেতা কর্মীদের মোবাইলে মোবাইলে। আগামী দিনে গানটি বাজবে বারাসাত লোকসভা নির্বাচনী ক্ষেত্রের আনাচে কানাচে এমনটাই দাবি দলীয় কর্মীদের। ‘থিম সং’ এর বিষয়বস্তু উন্নয়ন। গানের শুরুতেই থাকছে ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’। মূলত নির্বাচনী প্রচারেকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গানে উল্লেখিত হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের অবদানের কথা। অন্ধকারাচ্ছন্ন বারাসত শহরকে সবুজ, আলোকিত শহরে পরিণত করেছেন তিনি। পাশাপাশি বারাসতের জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, সড়কের উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে স্কলারশীপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সহ কোনো ক্ষেত্রই উপেক্ষিত হয়নি এই গানে । কাকলি ঘোষ দস্তিদারের ৫ বছরের উন্নয়ন থরে থরে গানের মধ্যে সাজানো হয়েছ। বিগত ১৫ বছর ধরে মানুষের সেবা করে আসছেন কাকলি। ২০ বছরের লক্ষে এবার তার প্রচারকে আরও আকর্ষণীয় করে তুলতে এই থিম সং সে মানুষের মধ্যে সাড়া ফেলবে এটা বলাই বাহুল্য।

আরও পড়ুন- প্রচারে বিধিভঙ্গের অভিযোগ জুন-ইউসুফের বিরুদ্ধে, সরব বিজেপি-কংগ্রেস

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version