Thursday, August 28, 2025

দিলীপকে সরিয়ে অগ্নিমিত্রা! মানতে পারছেন না মেদিনীপুরের বিজেপি কর্মীরা

Date:

সংসদীয় রাজনীতিতে তাঁর সফলতার হার ১০০ শতাংশ। ২০১৬ সালের বিধানসভা ভোটে প্রথমবারের জন্য খড়গপুর (সদর) কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে ছিলেন দিলীপ ঘোষ। হারিয়ে ছিলেন আটবারের “অপরাজেয়” কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহন পালকে। আড়াই বছরের মধ্যে ২০১৯ লোকসভা নির্বাচনে ফের পদ্ম প্রতীকে দাঁড়িয়ে ছিলেন মেদিনীপুর কেন্দ্রে। প্রবল প্রতিপক্ষ তৃণমূলের মানস ভূঁইয়াকে পরাজিত করে চমকে দিয়েছিলেন। তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপি বাংলার বুকে প্রথমারের জন্য লোকসভায় ১৮টি আসন জিতেছিল। বিধানসভায় ৭৭টি।

এহেন এক সফল নেতাকে এবার কার্যত হেনস্থা করল তাঁর দল বিজেপি। অনেক টালবাহানার পর টিকিট দিলেও, তাঁর নিজের তৈরি করা জমি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার দিলীপ ঘোষকে তাঁর কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। বুকে অভিমান চেপে নিয়েই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন দিলীপ ঘোষ।

এদিকে মেদিনীপুর আসনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে টিকিট না দেওয়ায় চরম ক্ষুব্ধ দিলীপ অনুগামীরা। দ্বন্দ্ব প্রকট হয়েছে আদি-নব্যের। এর মধ্যেই মেদিনীপুরে মাটিতে পা রাখলেন এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কর্মীদের ‘সন্তুষ্ট’ করতে তিনি জানালেন, দিলীপ ঘোষের হাত ধরেই আমি রাজনীতিতে এসেছি। সমর্থকদের মন তাতে গলবে কী, সে প্রশ্ন থাকছেই।

গত রবিবার রাতে প্রার্থীতালিকা প্রকাশ করে বিজেপি। সবাইকে কার্যত চমকে দিয়ে মেদিনীপুর আসনে প্রার্থী করা হয় অগ্নিমিত্রা পলকে। রাজনৈতিক মহলের মতে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও ‘কলকাঠি’ নেড়েছেন বিরোধী দলনেতাই। মেদিনীপুর আসনে তিনি চাইছিলেন ভারতী ঘোষকে। কিন্তু মেদিনীপুরে ভারতীর ভাবমূর্তি ‘কাঁটা’ হতে পারে, এই আশঙ্কায় বিরোধী দলনেতার ঘনিষ্ঠ অগ্নিমিত্রাকে প্রার্থী করা হয়।

এই দাবিকে মান্যতা দিচ্ছেন দিলীপ অনুগামীরাও। তাঁদের দাবি, দিলীপ ঘোষের হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান। কিন্তু তাঁকেই ‘ষড়যন্ত্র’ করে সরিয়ে দেওয়া হল। দলের এহেন আচরণে ক্ষুব্ধ কর্মীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। অগ্নিমিত্রা মেদিনীপুর শহরে পা রাখলেও তাঁকে অভ্যর্থনা জানাতে ছিলেন না দিলীপ ঘনিষ্ঠ অনেক নেতাই। আবার অগ্নিমিত্রা যখন বেলদায় পা রাখেন, তখন আরও বেশি করে প্রকট হয় দলের কোন্দল। প্রার্থীকে অভ্যর্থনা জানাতে ২০০ মিটার দূরে দুই জায়গায় পৃথক পৃথকভাবে জমায়েত করে বিজেপি। সবমিলিয়ে মেদিনীপুরে অগ্নিমিতার পাশে নেই দিলীপ অনুগামী বিজেপি নেতাকর্মীরা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version