Thursday, August 21, 2025

মোদির ফোনে কি আদৌ ড্যামেজ কন্ট্রোল হবে?সন্দেশখালির রেখায় অশনি সঙ্কেত দেখছে বিজেপি

Date:

আসন্ন লোকসভা ভোটে সন্দেশখালি ইস্যুকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। তারই কৌশল হিসাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রার্থী করা হয়েছে সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে। মহিলা ভোট টানার কৌশল হিসেবে প্রার্থী করা হয়েছে রেখাকে। কিন্তু সেই উদ্দেশ্যে কি আদৌ সফল হতে পারবে পদ্ম শিবির? সংশয় খোদ বিজেপির অন্দরে। বরং আনকোড়া রেখাকে প্রার্থী করায় অশনি সঙ্কেত দেখছে বিজেপি কর্মী সমর্থকরা।

গত, রবিবার দ্বিতীয় পর্যায়ে বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তখনই দেখা যায় বসিরহাট কেন্দ্রে কিছু চমক দিয়ে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখাকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে সোমবার বিক্ষোভ হয়েছে সন্দেশখালিতে। তড়িঘড়ি বিজেপি নেতারা ময়দানে নেমে তা চাপা দেওয়ার চেষ্টা করেন। প্রধানন্ত্রী মোদিকে দিয়ে ফোন করানো হয় রেখাকে। ড্যামেজ কন্ট্রোলের কৌশল হিসেবে তাঁদের কথোপকথন ভাইরাল করা হয়। যাতে সবাই মনে করেন, রেখা আসলে মোদির প্রার্থী। কিন্তু তাতে আদৌ লাভ হবে?

রেখা পাত্রকে লড়াই করতে হবে লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাজুড়ে। আর সেখানেই সংশয় বিজেপির অন্দরে। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। এর মধ্যে সংখ্যালঘু ভোটার ৫২ শতাংশ। তাছাড়া মহিলা ভোটারের সংখ্যাও যথেষ্ট। স্বাভাবিকভাবে একেবারেই ‘আনকোরা’ প্রার্থী দিয়ে কতটা বৈতরণী পার হওয়া যাবে, তা নিয়েও সিঁদুরে মেঘ দেখছে বিজেপির একটি বড় অংশ। এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন অনেকেই। এদিকে সন্দেশখালিতে দেওয়াল লিখন করল তৃণমূল কংগ্রেস। এলাকার প্রতিবাদী মহিলারাই তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে দেওয়াল লিখন করেছেন। সব মিলিয়ে বসিরহাটে প্রার্থী নিয়ে চাপে বিজেপি।

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version