Sunday, August 24, 2025

“মানসিক ভারসাম্যহীন” দিলীপ ঘোষকে ডাক্তার দেখানোর পরামর্শ কীর্তি আজাদের

Date:

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার কার্যত সেয়ানে সেয়ানে লড়াই। তৃণমূলের প্রতীকে লড়ছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ আর পদ্ম প্রতীকে বিজেপির প্রার্থী ডাকাবুকো দিলীপ ঘোষ। ফলে ভাষার লড়াই যে হবে, তা বলার অপেক্ষা রাখে না। এবার দিলীপ ঘোষ সরাসরি মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন কীর্তি। দিলীপকে ডাক্তার দেখানোরও পরামর্শ দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

আজ বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরে প্রচার সারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য মিছিল নিয়ে প্রচারে বের হন তিনি। প্রচারে একদিকে যেমন লক্ষ্মীভাণ্ডার সহ রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরেন তিনি, তেমনই আবাস যোজনা, ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার বিষয়ে আক্রমণ শাণান কেন্দ্রীয় সরকারের উদ্দেশে। প্রচারে বেরিয়ে মানুষের সাড়া পেয়ে আপ্লুত কীর্তি আজাদ।

প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন কীর্তি। তিরাশির বিশ্বকাপ তারকা বলেন, “দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন, অবিলম্বে বিজেপির কোনও নেতা যেন দিলীপ ঘোষকে মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন।” তা না হলে তিনি নিজেও ফ্রি-তে দিলীপ ঘোষকে মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে পারেন বলেও জানান কীর্তি আজাদ। পাশাপাশি দিলীপ ঘোষকে বিজেপির শোকজ প্রসঙ্গেও কটাক্ষ করে বলেন, “ওটা মোদির গ্যারান্টির মতো শোকজ। ওতে কিছু হবে না।”

আরও পড়ুন- বিষ্ণুপুর-সাতগাছিয়া রণকৌশল বৈঠক: রাজ্য-সংসদীয় এলাকার উন্নয়নের ঢালাও প্রচারের নির্দেশ অভিষেকের


 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version