Thursday, August 21, 2025

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই দেশজুড়ে শুরু হবে লোকসভা ভোট (Loksabha Election)। বাংলার মোট ৪২টি আসনকে সাত দফায় ভাগ করা হয়েছে অর্থাৎ আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দিন হবে ভোট প্রক্রিয়া। গণনা হবে ৪ জুন। ভোট চলাকালীন এই পুরো প্রক্রিয়ায় সরকারি কর্মীদের (Govt Employee) যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাঁরা যাতে বিনা বাধায় ভোট দিতে পারেন, সেকারণেই এবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (Govt of West Bengal)। বৃহস্পতিবার নবান্নের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ভোট নয়, উপ নির্বাচন থাকলেও সংশ্লিষ্ট কেন্দ্রের অফিস, স্কুল বন্ধ থাকবে। তবে এই ছুটির জন্য সরকারি কর্মীদের এক পয়সা বেতনও কাটা যাবে না। এছাড়াও বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দফতরের তরফে সে নিয়ে একটি আলাদা বিজ্ঞাপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে।


এছাড়া শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারখানা বা চা বাগানে কর্মরত শ্রমিকরাও ভোট দিতে যেতে পারবেন। এছাড়া যাঁরা নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও কাজ করেন, তাঁরা স্পেশাল লিভ বা বিশেষ ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন। এছাড়াও যে স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে। চলতি বছর বাংলায় লোকসভা নির্বাচন হবে সাত দফায়। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে ১৩ মে, ২০ মে ২৫ মে এবং ১ জুন যে যে এলাকায় ভোট সেই সেই এলাকার সব অফিস কাছারি বন্ধ থাকবে।

উদাহরণ হিসাবে ১৯ মে প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনের সব অফিস কাছারি বন্ধ থাকবে। একই ভাবে অন্যান্য ভোটের দিনগুলিও সরকারি ছুটি হিসাবে গণ্য হবে।

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version