Monday, November 10, 2025

ভোটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই দেশজুড়ে শুরু হবে লোকসভা ভোট (Loksabha Election)। বাংলার মোট ৪২টি আসনকে সাত দফায় ভাগ করা হয়েছে অর্থাৎ আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দিন হবে ভোট প্রক্রিয়া। গণনা হবে ৪ জুন। ভোট চলাকালীন এই পুরো প্রক্রিয়ায় সরকারি কর্মীদের (Govt Employee) যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাঁরা যাতে বিনা বাধায় ভোট দিতে পারেন, সেকারণেই এবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (Govt of West Bengal)। বৃহস্পতিবার নবান্নের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ভোট নয়, উপ নির্বাচন থাকলেও সংশ্লিষ্ট কেন্দ্রের অফিস, স্কুল বন্ধ থাকবে। তবে এই ছুটির জন্য সরকারি কর্মীদের এক পয়সা বেতনও কাটা যাবে না। এছাড়াও বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দফতরের তরফে সে নিয়ে একটি আলাদা বিজ্ঞাপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে।


এছাড়া শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারখানা বা চা বাগানে কর্মরত শ্রমিকরাও ভোট দিতে যেতে পারবেন। এছাড়া যাঁরা নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও কাজ করেন, তাঁরা স্পেশাল লিভ বা বিশেষ ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন। এছাড়াও যে স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে। চলতি বছর বাংলায় লোকসভা নির্বাচন হবে সাত দফায়। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে ১৩ মে, ২০ মে ২৫ মে এবং ১ জুন যে যে এলাকায় ভোট সেই সেই এলাকার সব অফিস কাছারি বন্ধ থাকবে।

উদাহরণ হিসাবে ১৯ মে প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনের সব অফিস কাছারি বন্ধ থাকবে। একই ভাবে অন্যান্য ভোটের দিনগুলিও সরকারি ছুটি হিসাবে গণ্য হবে।

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version