Tuesday, January 13, 2026

বেআইনি নির্মাণ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির সাংবাদিক বৈঠকের মাঝে মেয়রের ফোন

Date:

Share post:

সপ্তাহখানেক আগেই গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ১২ জনের। তখনই জানা যায় সেটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। ঘটনাস্থলে অদূরেই বাড়ি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের।তিনি কলকাতা পুরসভার ৭৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃহস্পতিবার শহরের বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তারই মাঝে অশোকবাবুকে ফোন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফোনে মেয়রের সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির মিনিট তিনেক কথা হয়।

মেয়র তাকে জানান, যে বেআইনি নির্মাণের কথা তিনি বলছেন, সেগুলি বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল।কলকাতা পুরসভা সেই বাড়িগুলি চিহ্নিত করে ভাঙার কাজ শুরু করেছে। পুরসভা যথাসাধ্য চেষ্টা করছে সেগুলি চিহ্নিত করার।টেলিফোনেই ফিরহাদের কাছে অশোকবাবু জানতে চান, ১২ বছর আগে বামফ্রন্ট চলে গিয়েছে। এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন,  কর্পোরেশন বেআইনি নির্মাণ ভেঙে যাওয়ার পর, সেটাকে সংস্কার করে ফের তার ওপরে বহুতল ওঠে। শহরের সব জায়গায় একই চিত্র। কোটি কোটি টাকার বিনিময়ে বেআইনি নির্মাণের কারবার চলছে।

অশোকবাবুর আরও অভিযোগ করেন,  শুধু গার্ডেনরিচ নয়, গোটা শহরেই এই ধরনের বেআইনি নির্মাণ চলছে। কোটি কোটি টাকার বিনিময়ে অবৈধ নির্মাণের কাজ হচ্ছে।বেআইনি নির্মাণের নেপথ্যে সিন্ডিকেট চক্রেরও অভিযোগ তোলেন তিনি।প্রাক্তন বিচারপতি মেয়রকে জানান, তাঁর এলাকাতেই বেআইনি নির্মাণ হয়ে চলেছে। অথচ প্রশাসন কিছুই করছে না। ফোনে তিনি বলেন, তুমি এসো আমার বাড়িতে। ছাদে নিয়ে গিয়ে দেখাব গলির মধ্যে কী ভাবে পাঁচ তলা বাড়ি গজিয়ে উঠেছে। মেয়র তার সঙ্গে দেখা করবেন বলে জানান।

 

spot_img

Related articles

সংক্রান্তিতে শীতবিলাসীদের জন্য সুখবর, বুধে কনকনে ঠান্ডার পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তাতে সংশয় লেগেছিল বাঙালির মনে।...

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...