Sunday, November 2, 2025

শিক্ষাক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনা! মোদি সরকারকে “বেআইনি, অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী” তোপ ব্রাত্যর

Date:

ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তৃণমূলের (TMC)। এবার শিক্ষাক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে তাঁর অভিযোগ, “পিএম শ্রী স্কুল’ প্রকল্পের নিয়ম না মানার জন্য রাজ্যকে অন্য শিক্ষামূলক প্রকল্পের টাকা দেওয়া আটকে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও শিক্ষামন্ত্রক সর্বশিক্ষা অভিযানের টাকা দেওয়ার অনুমোদন দিলেও কেন্দ্র টাকা ছাড়ছে না, একটা স্কিমের টাকা দিচ্ছে না অন্য স্কিম না মানার জন্য, এটা বেআইনি।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় “প্রথমত, সম্পূর্ণ অন্য একটি প্রকল্পে অংশগ্রহণ করতে না চাওয়ার সঙ্গে অপর একটি প্রকল্পের টাকা ছাড়ার কোনও সংযোগ নেই। এই কাজ সম্পূর্ণ অনৈতিক, অগণতান্ত্রিক এবং বেআইনি। দ্বিতীয়ত, রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে আমি নিজে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এবং শিক্ষা বিভাগের প্রধান সচিব কেন্দ্রীয় শিক্ষা সচিবকে চিঠি দিয়ে এই টাকা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছি। তা সত্ত্বেও টাকা না ছেড়ে বিনা কারণে আটকে রাখলে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অপমান করা হয় বলেই আমার ব্যক্তিগত মত।”

ব্রাত্য বসুর সংযোজন, “পিএমশ্রী-র মতো একটি প্রকল্প, যাতে কেন্দ্র রাজ্যের দেয় অর্থের অনুপাত ৬০:৪০, অর্থাৎ যেখানে রাজ্যের দেয় অর্থের ভাগ ৪০ %, সেখানে প্রকল্পটির নাম কেন প্রধানমন্ত্রীর নামে রাখতে হবে? এতে আমাদের নৈতিক আপত্তি রয়েছে! আমাদের মনে হয় এতে আমাদের সংবিধানস্বীকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করা হচ্ছে। সবমিলিয়ে এই টাকা না ছাড়ার বিষয়টি একটি অত্যন্ত বেআইনি, অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী এবং গা-জোয়ারী কাজ বলে আমাদের রাজ্য সরকার মনে করছে।”

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version