Tuesday, November 4, 2025

ভারতের ৪ হাজার বর্গমিটার এলাকা দখল চিনের! লাদাখে চাংথাং-মার্চ সোনমের

Date:

Share post:

প্রায় ১০ বছর ধরে নির্বাচনের আগে পাকিস্তানকে হাতিয়ার করে দেশাত্মবোধের জিগির তুলে ধরে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে বিজেপি। অথচ দেশের লাদাখের প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার জমি দখল করে নিয়েছে চিন। তা নিয়ে টানা ২১ দিন অনশন আন্দোলন চলার পরেও কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের বিজেপি সরকারের। এবার লাদাখের মানুষদের নিয়ে সেই এলাকায় হেঁটে গিয়ে চিন ঠিক কতটা দখল করে নিয়েছে, দেখিয়ে দেবেন লাদাখের প্রকৃতি রক্ষায় আন্দোলনে নামা সোনম ওয়াংচু। লাদাখের প্রকৃতি, মানুষের অধিকারে ২১ দিনের তাঁর অনশন শেষ হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার যে বার্তা তিনি দিয়েছিলেন, তারই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করলেন পরিবেশ আন্দোলনকর্মী।

লাদাখের জমি একদিকে বেআইনিভাবে প্রকৃতিকে ধ্বংস করে লোভী ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তার বিরুদ্ধে প্রায় ৩০০ মানুষকে নিয়ে শুরু হওয়া সোনমের আন্দোলনে যোগ দিয়েছে কার্গিলের ৫০০০ মানুষও। তিনি নিজে ২১ দিন অনশন করেছেন। তাঁর অনশন শেষে সেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন লাদাখের মহিলারা। এরপর অনশনে বসবেন প্রথমে লাদাখের যুবসমাজ,তারপরে বৌদ্ধমঠের সন্ন্যাসীরাও। তবে সোনম বিজেপি সরকারের কেন্দ্রীয় বঞ্চনার দ্বিতীয় দিক তুলে ধরতে নতুন আন্দোলন শুরু করবেন। এবার লাদাখে চিনের অধিকৃত জমি চিনিয়ে দিতে চাংথাং পশমিনা পর্যন্ত হাঁটবেন সোনম ও তাঁর অনুগামীরা।

লাদাখের পরিবেশ আন্দোলনকারীর দাবি চাংথাং পশমিনা এলাকার প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চিন। ভারতীয় সেনাও সেখানে নেই। একসময় ভারতের স্বাধীনতা স্বাতন্ত্রকে বাঁচাতে যেমন ডান্ডি পর্যন্ত লবণ সত্যাগ্রহ-এ হেঁটেছিলেন মহাত্মা গান্ধী, এবার লাদাখকে বাঁচাতে সোনমও হাঁটবেন চাংথাং পশমিনা পর্যন্ত। ৭ এপ্রিল তিনি সেই কর্মসূচি নেবেন বলে ঘোষণা করেছেন। আর এই হাঁটার পথেই তিনি দেখিয়ে দেবেন কীভাবে লাদাখের জমি, প্রকৃতি ধ্বংস করে তৈরি হচ্ছে কলকারখানা।

spot_img

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...