Friday, November 28, 2025

ভারতের ৪ হাজার বর্গমিটার এলাকা দখল চিনের! লাদাখে চাংথাং-মার্চ সোনমের

Date:

Share post:

প্রায় ১০ বছর ধরে নির্বাচনের আগে পাকিস্তানকে হাতিয়ার করে দেশাত্মবোধের জিগির তুলে ধরে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে বিজেপি। অথচ দেশের লাদাখের প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার জমি দখল করে নিয়েছে চিন। তা নিয়ে টানা ২১ দিন অনশন আন্দোলন চলার পরেও কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের বিজেপি সরকারের। এবার লাদাখের মানুষদের নিয়ে সেই এলাকায় হেঁটে গিয়ে চিন ঠিক কতটা দখল করে নিয়েছে, দেখিয়ে দেবেন লাদাখের প্রকৃতি রক্ষায় আন্দোলনে নামা সোনম ওয়াংচু। লাদাখের প্রকৃতি, মানুষের অধিকারে ২১ দিনের তাঁর অনশন শেষ হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার যে বার্তা তিনি দিয়েছিলেন, তারই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করলেন পরিবেশ আন্দোলনকর্মী।

লাদাখের জমি একদিকে বেআইনিভাবে প্রকৃতিকে ধ্বংস করে লোভী ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তার বিরুদ্ধে প্রায় ৩০০ মানুষকে নিয়ে শুরু হওয়া সোনমের আন্দোলনে যোগ দিয়েছে কার্গিলের ৫০০০ মানুষও। তিনি নিজে ২১ দিন অনশন করেছেন। তাঁর অনশন শেষে সেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন লাদাখের মহিলারা। এরপর অনশনে বসবেন প্রথমে লাদাখের যুবসমাজ,তারপরে বৌদ্ধমঠের সন্ন্যাসীরাও। তবে সোনম বিজেপি সরকারের কেন্দ্রীয় বঞ্চনার দ্বিতীয় দিক তুলে ধরতে নতুন আন্দোলন শুরু করবেন। এবার লাদাখে চিনের অধিকৃত জমি চিনিয়ে দিতে চাংথাং পশমিনা পর্যন্ত হাঁটবেন সোনম ও তাঁর অনুগামীরা।

লাদাখের পরিবেশ আন্দোলনকারীর দাবি চাংথাং পশমিনা এলাকার প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চিন। ভারতীয় সেনাও সেখানে নেই। একসময় ভারতের স্বাধীনতা স্বাতন্ত্রকে বাঁচাতে যেমন ডান্ডি পর্যন্ত লবণ সত্যাগ্রহ-এ হেঁটেছিলেন মহাত্মা গান্ধী, এবার লাদাখকে বাঁচাতে সোনমও হাঁটবেন চাংথাং পশমিনা পর্যন্ত। ৭ এপ্রিল তিনি সেই কর্মসূচি নেবেন বলে ঘোষণা করেছেন। আর এই হাঁটার পথেই তিনি দেখিয়ে দেবেন কীভাবে লাদাখের জমি, প্রকৃতি ধ্বংস করে তৈরি হচ্ছে কলকারখানা।

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...