Friday, August 22, 2025

কেজরিকে ‘ট্র্যাপে’ ফেলার উপহার! আবগারি মামলায় রাজসাক্ষীর বাবাকে প্রার্থী করল বিজেপি-শরিকের

Date:

দিল্লির (Delhi) আবগারি মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে ইডি হেফাজতেই (ED Custody) রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Aravind Kejriwal)। আগামী ১ এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। আর সেই মামলায় রাজসাক্ষীর বাবাকে এবার প্রার্থী করে মাস্টারস্ট্রোক তেলেগু দেশম পার্টির (Telegu Desham Party)। দিন কয়েক আগেই দিল্লির আবগারি মামলায় জড়িত হিসাবে আদালতে কেজরিওয়ালের মুখে শোনা যায় বাবা-ছেলের নাম। তবে বর্তমানে মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি এবং ছেলে রাঘব মাঙ্গুতা রেড্ডি বর্তমানে প্রচারে ব্যস্ত। ইডির অভিযোগ এই পিতা-পুত্র জুটি বালাজি ডিস্টিলারিজের মালিক, যারা আম আদমি পার্টিকে ঘুষ দিয়েছে এবং এর বিনিময়ে আবগারি মামলায় অযাচিত সুবিধা পেয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মাগুন্তা শ্রীনিভাসুলু রেড্ডির নাম প্রথম আবগারি মামলায় উঠে আসে।

এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মাসে অর্থ পাচারের অভিযোগে রাঘবকে গ্রেফতার করেছিল ইডি। আর সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ছেলেকে গ্রেফতারের পর তখন বাবা ভেঙে পড়েছিলেন। এরপরই কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁর ছেলের গ্রেফতারের পর শ্রীনিভাসুলু রেড্ডি ইডিকে দেওয়া তাঁর আগের বিবৃতি বদল করেন। কেজরিওয়ালের আরও অভিযোগ, রাঘবের সাতটি বিবৃতি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এরপরই আপ সুপ্রিমো বলেন, মাত্র একটি বক্তব্য আমার বিরুদ্ধে ছিল। আমার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির বন্ধু দল তেলেগু দেশম পার্টির সমর্থনে ওঙ্গোল লোকসভা আসন থেকে মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডিকে প্রার্থী করা হয়েছে। তিনি এবং তাঁর ছেলে গত বছর ওয়াইএসআর কংগ্রেস থেকে তেলেগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন। মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি ওঙ্গোল থেকে চারবারের সাংসদ। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর, তিনি ওয়াইএসআর কংগ্রেসে যোগদান করেন এবং ২০১৯ সালে ওঙ্গোল থেকে জয়ী হন। এরপরই ওয়াইআরএসসিপি-এর সঙ্গে পাঁচ বছরের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে তিনি গত মাসের শেষদিকে তেলেগু দেশম পার্টিতে ফিরে আসেন তিনি।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version