Thursday, November 6, 2025

লক্ষ্মীর ভাণ্ডারের পরে বাড়ছে গ্রামের মহিলাদের ‘জেল্লা’! বলছে পরিসংখ্যান

Date:

মহিলাদের আর্থিক স্বাধীনতা না থাকলে সমাজে তাঁদের মান থাকে না, সংসারেও স্বাচ্ছন্দ্য আসে না। আর মানুষের হাতে টাকা পৌঁছালে তা সমাজের অর্থনীতিকে বদলাতে থাকে। রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর তা যেন অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। গ্রামীণ এলাকার মহিলারা সংসারের অন্য মানুষের উপর নির্ভরশীল না হয়ে সংসারের প্রয়োজন মিটিয়ে এবার নিজেদের যত্নেও নজর দিতে পারছেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পরিসংখ্যান বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাতে টাকা পাওয়ার পর থেকে গ্রামাঞ্চলের মহিলারা এখন অনেক বেশি পার্লারমুখি। আর তার জন্যই গ্রামাঞ্চলে বাড়ছে পার্লারের সংখ্যা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলের সংসারের হাল ধরা মহিলাদের হাত শক্ত করার জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২১ সালে এই প্রকল্প চালু হওয়ার পরে বর্তমানে তার উপভোক্তা ২ কোটি ১২ লক্ষ মহিলা। সেই উপভোক্তাদের জেরেই গ্রামাঞ্চলে গত তিন বছরে অনেকটা বেড়েছে বিউটি পার্লারের সংখ্যা। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পরিসংখ্যান অনুযায়ী শেষ তিন বছরে গ্রামাঞ্চল ও মফঃস্বল শহরে প্রায় ৬ হাজার বিউটি পার্লার বেড়েছে। প্রায় সমান হারে বেড়েছে বাড়িতে এই পরিষেবা নেওয়ার সংখ্যাও।

সরকারি হিসাবে এই শিল্পে যে বৃদ্ধি হয়েছে তার প্রায় দ্বিগুণ বৃদ্ধি বেসরকারি হিসাবে। অনেকেই বাড়ি থেকে এই ধরনের পরিষেবা দেওয়ায় তাদের রেজিস্ট্রেশন থাকে না। যারা বাড়ি গিয়ে পরিষেবা দেন তাঁদেরও সরকারের খাতায় নাম থাকে না। ফলে বিউটি পার্লারের পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা এই রাজ্যে গত তিন বছরে অনেকটা বেড়েছে। অনেক মানুষ রোজগারের পথ খুঁজে পেয়েছেন। আর তাঁরা রোজগার করতে পারছেন কারণ তাঁদের কাছ থেকে পরিষেবা নেওয়ার মহিলার সংখ্যা অনেকটা বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গ্রামাঞ্চল ও মফঃস্বলের মহিলাদের হাতে পৌঁছাতেই গ্রামাঞ্চলের অর্থনীতি কীভাবে বদলাতে শুরু করেছে তার প্রমাণ সরকারি পরিসংখ্যানেই মিলছে।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version