Tuesday, August 26, 2025

নিউ গড়িয়া (New Garia)-বিমানবন্দরগামী (Airport) মেট্রো (Mtero) নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পাল্টা দিয়েছে লালবাজারও। সূত্রের বক্তব্য, মেট্রোর তরফে যে অভিযোগ করা হচ্ছে তা একতরফা। কলকাতা ট্রাফিক পুলিশ ব্লকেজ দিতে চায় না এমনটা নয়। এই মুহূর্তে চিংড়িহাটাতে একটি ব্লকেজ দেওয়া হয়েছে। আবার একটি জায়গায় ব্লকেজ চাইছে মেট্রো। কিন্তু জায়গায় জায়গায় ব্লকেজ দিলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে। লালবাজারের বক্তব্য, একটি জায়গায় ব্লকেজ নিয়ে কাজ সম্পন্ন করুক। তারপর অন্য জায়গায় ব্লকেজ দেওয়া হবে।

কলকাতা পুলিশের পালটা অভিযোগ, অনেক ক্ষেত্রে যে সময়ের জন্য ব্লকেজ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ তা নির্দিষ্ট সময়ে পূরণ করা হচ্ছে না। অভিযোগ, ইএম বাইপাসে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ৬০ দিনের জন্য ব্লকেজ চেয়েছিল মেট্রো। কিন্তু ১৫০ দিন অতিরিক্ত সময় কেটে গিয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে অতিরিক্ত সময় লাগবে, কাজের জন্য সে বিষয়ে পুলিশকে কিছু জানানোও হয়নি। এমনকী, বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ কমিশনার বৈঠক ডাকলেও তাতে অংশ নেননি মেট্রো কর্তৃপক্ষ।

লালবাজারের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অসযোগিতার কথা বলা হলেও আদতে মেট্রো কর্তপক্ষ, আরভিএনএল ও সাব কন্ট্রাকটরদের নিজেদের মধ্যে বোঝাপোড়ার অভাব রয়েছে। আর সেই জন্য সমস্যা হচ্ছে। লালবাজার স্পষ্ট জানিয়েছে, তারা ব্লকেজ দিতে প্রস্তুত। সব রকম সহযোগিতা করা হচ্ছে। কিন্তু মেট্রো সময় মেনে ব্লকেজ ক্লিয়ার করতে হবে।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version