Thursday, November 13, 2025

১ এপ্রিল থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় বদল, বাড়ছে ডেবিট কার্ডের চার্জ! 

Date:

নতুন অর্থবর্ষ (New Financial Year)নতুন নিয়ম। আগামী সোমবার অর্থাৎ ১ এপ্রিল থেকে আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু নিয়মে বড় বদল আসতে চলেছে। আপনার যদি পেনশন অ্যাকাউন্ট থাকে কিংবা ডেবিট/ক্রেডিট কার্ড (Debit/Credit card) ব্যবহার করেন তাহলে জেনে নিন নতুন নিয়ম।

২০২৪-২৫ অর্থবর্ষে পয়লা এপ্রিল থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ডেবিট কার্ডের বার্ষিক মেনটেন্যান্স চার্জ বাড়তে চলেছে। পাশাপাশি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে বাড়িভাড়ার দেওয়ার বিনিময়ে যে রিওয়ার্ড পয়েন্ট মিলত তা বন্ধ হয়ে যাবে। EPFO-র নিয়মেও বদল ঘটেছে। আগে চাকরি বদলালে, এক সংস্থা থেকে অন্য সংস্থায় EPFO-র অ্যাকাউন্ট স্থানান্তর করতে হত। এবার সেই সমস্যা থেকে মুক্তি। স্বয়ংক্রিয়ভাবেই এই প্রক্রিয়াটা হয়ে যাবে বলে জানানো হয়েছে।

এবার আসা যাক পেনশনের প্রসঙ্গে। দেশের পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা PFRDA এবার থেকে এনপিএসে লগ ইন করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে চলেছে। এতে ব্যবহারকারীর আইডি পাসওয়ার্ড ছাড়াও আধারের তথ্য যাচাই করতে হবে। অর্থাৎ যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে, সেই নম্বরে যাবে ওটিপি। ওটিপি দেওয়ার পরই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। এতে সাইবার প্রতারণার আশঙ্কা কমবে বলে মনে করা হচ্ছে। নতুন অর্থবর্ষে বিমার নিয়মেও বড় বদল আনা হচ্ছে। IRDAI বিমার সারেন্ডার চার্জ কমিয়ে দিয়েছে। এই নতুন নিয়মে গ্রাহক যত পরে পলিসি সারেন্ডার করবেন তত বেশি সারেন্ডার ভ্যালু পাবেন। আয়করের নিয়মে সাধারণ মানুষের সুবিধার দিক তুলে ধরা হয়েছে। কেউ যদি এখনও নতুন বা পুরনো কর ব্যবস্থার মধ্যে কোনও একটি নির্বাচন না করে থাকেন, তাহলে নতুন কর ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে ITR ফাইল হয়ে যাবে। সাত লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না। নতুন অর্থবর্ষ থেকে FASTag-এ KYC করা আবশ্যিক। যাঁদের KYC আপডেট নেই, তাঁদের অ্যাকাউন্ট ১ এপ্রিলের পর নিষ্ক্রিয় হয়ে যাবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version