Tuesday, December 23, 2025

গঙ্গার তলা দিয়ে মেট্রোযাত্রায় নিষিদ্ধ হচ্ছে ভিডিও রেকর্ডিং! 

Date:

Share post:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেলের (Howrah Maidan to Esplanade Metro Route) নতুন যাত্রাপথের অন্যতম আকর্ষণ ৪১ সেকেন্ডে গঙ্গার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া। নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে টানেল যাতে যাত্রীরা উপভোগ করতে পারেন পাতালরেলের এই আন্ডারওয়াটার সফর। কিন্তু সেখানেই যে গন্ডগোল। প্রথম দিন থেকে এই রুটে ইউটিউবারদের ভিড়, কারণ একটাই – রিলস বানিয়ে নেট দুনিয়ায় আপলোড করতে হবে। এর জেরেই সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরা। অচেনা মানুষের মোবাইলে ক্যামেরাবন্দি হতে কেউই পছন্দ করেন না। কিন্তু গঙ্গার তলা দিয়ে মেট্রো পথে যাতায়াত করতে গিয়ে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার কড়া পদক্ষেপ করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ছবি বা ভিডিও তোলা পুরোপুরি নিষিদ্ধ। যদি কেউ এই অপরাধ করেন তাহলে জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে। এতদিন পর্যন্ত এই নিয়ম নিয়ে বেশি মাথা ঘামাতে হয়নি কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষকে। তবে গঙ্গার নীচে মেট্রো টানেলে নীল আলো দেখা মাত্রই যেভাবে ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছে তাতে বিরক্ত বোধ করছেন সাধারণ মানুষ। অফিস টাইমে ব্যস্ত ভিড়েও ক্ষান্ত দিচ্ছেন না তাঁরা। তবে শুধু মেট্রোর ভেতরেই নয়, প্রবেশ প্রস্থান পথে, টিকিট কাউন্টারের সামনে এমনকি এসক্যালেটরেও সেই একই ছবি। একশ্রেণির ছেলেমেয়ে নতুন মেট্রোকে শুধু ছবি আর ভিডিও করার জন‌্য বেছে নিয়েছেন। অনেকে তো একবার টিকিট কেটে একাধিকবার যাতায়াত করছেন শুধু ভিডিও করার জন‌্য। ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে কর্তৃপক্ষের কাছে। মেট্রো রেলের মুখ‌্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra) জানিয়েছেন দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো ঘিরে মানুষের মনে উন্মাদনা রয়েছে। তবে ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে গেলে, কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হবে না কর্তৃপক্ষ। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি নতুন মেট্রো রুটে ছবি তোলা, ভিডিও করা এবং রিলস বানানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হতে পারে।

 

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...