আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা র‍্যালি

কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরোধিতা করে, গণতন্ত্র বাঁচানোর দাবিতে রাজধানীতে আজ বিরোধী জোটের শক্তি প্রদর্শন। মোদি সরকারের বিরোধিতায়(To protest against Modi Government) আজ রামলীলা ময়দানে (Ramleela maidan) বিশাল সভা বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডিয়া জোটের শরিক ২৮টি দলের নেতৃত্ব ও সদস্যরা রামলীলা ময়দানে এসে পৌঁছবেন।। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছে ইন্ডিয়া (India Allience) জোট। সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সাংসদ প্রতিনিধিরাও। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বলে, সুত্রের খবর। মঞ্চে বক্তব্য রাখবেন কেজরিওয়ালের স্ত্রীও।

ভোট যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে অরাজনৈতিকভাবে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে বিজেপি সরকার (BJP Government)। বিজেপি বিরোধী ২ মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার পর আবগারি দুর্নীতি মামলায় দিল্লির স্বরাষ্ট্র, পরিবহণ ও আইনমন্ত্রী কৈলাস গেহলটকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান তদন্তকারীরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কৈলাসের দাবি, ‘যা জানি বলেছি। ইডি আবার সমন পাঠালে ফের আসব।’ দিল্লিতে ভোটের ঝাঁঝ বাড়াতে শুরু করেছে ইন্ডিয়া জোট। শনিবার দিল্লিতে কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী সুনীতার সঙ্গে দেখা করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা। বিরোধী নেতাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাকে যেভাবে ব্যবহার করছে বিজেপি সরকারের তার বিরোধিতা করে একযোগে লড়াইয়ের অঙ্গীকার করেছেন তাঁরা। আজকের মেগা ইভেন্টে সামিল হবেন সাধারণ মানুষও। সকাল থেকেই জমজমাট রামলীলা ময়দান চত্বর। সভাস্থলে জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তৃণমূলের রাজনৈতিক বার্তাও। লোকসভা নির্বাচনের আগে এই মঞ্চ ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Previous articleআজ কী ঘটেছিল?
Next articleএপ্রিলের শেষেই বেছে নেওয়া হবে টি-২০ বিশ্বকাপের দল : সূত্র