Thursday, November 6, 2025

হার্দিকের জন্য কি ওয়াংখেড়েতে বিশেষ নিরাপত্তা? মুখ খুললো মুম্বই ক্রিকেট সংস্থা

Date:

আগামিকাল আইপিএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে মুম্বইয়ের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। চলতি আইপিএল-এ এটাই মুম্বইয়ের প্রথম ঘরের মাঠে ম্যাচ। তবে সেই ম্যাচের আগে শোনা গিয়েছিল যে হার্দিক পান্ডিয়ার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করেছে মুম্বই ক্রিকেট সংস্থা। তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা।

আহমেদাবাদ এবং হায়দরাবাদে খেলতে নেমে কটাক্ষের শিকার হয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নাম ধরে মৌখিক আক্রমণ করা হচ্ছে হার্দিককে। ওয়াংখেড়েতেও সেরকম আক্রমণের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছিল। আর তাই বাড়তি নিরাপত্তার কথা শোনা যাচ্ছিলো। সেই নিয়েই মুখ খোলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্ত। এই নিয়ে তিনি জানিয়েছেন, যেরকম নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাই পালন করা হবে। আইপিএল ম্যাচই হোক বা ঘরোয়া ক্রিকেটের কোনও ম্যাচ। সব ম্যাচের মতোই নিরাপত্তা থাকবে সোমবারের ম্যাচেও। আলাদা করে কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হবে না। যদি কোনও দর্শক সীমারেখার বাইরে গিয়ে কোনও কটাক্ষ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যা বাকি ম্যাচগুলির ক্ষেত্রেও হয়ে থাকে। শুধু হার্দিকের জন্য আলাদা করে ব্যবস্থা থাকছে না ।”

চলতি আইপিএল-এ শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বইয়ের। পরপর দু’ম্যাচ হেরে বিপাকে তারা। এমন অবস্থাই সোমবার রাজস্থানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য মুম্বইয়ের।

আরও পড়ুন- মিয়ামি ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন বোপান্নরা


Related articles

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...
Exit mobile version