কালবৈশাখীতে তছনছ জলপাইগুড়ি, শোকবার্তা মুখ্যমন্ত্রীর, হাসপাতালে যাবেন অভিষেক

জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদের মৃত্যু জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকাতেই হয়েছে

কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা ছিলই। রবিবারের বিকালে সেই ঝড়েই লণ্ডভণ্ড উত্তরের একাধিক জেলা। প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা বাড়ছে। বেশিভাগ ক্ষেত্রেই গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দেখতে সোমবার হাসপাতালে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদের মৃত্যু জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকাতেই হয়েছে। ডেঙ্গুয়াঝাড় এলাকাতেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় এক মহিলার। অন্যদিকে আলিপুরদুয়ারেও ঝড়ে অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ ফালাকাটা ব্লকের বেংকান্দি এলাকা।

জলপাইগুড়িতে দুজনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আহত ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়া বাসিন্দাদের প্রতিও সমবেদনা জানান। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনকে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দেন। নির্বাচনী আচরণবিধি লাগু থাকার জন্য কোনও ক্ষতিপূরণের ঘোষণা করেননি। তবে সরকারি নিয়ম অনুযায়ী প্রশাসনকে মানুষের পাশে থাকারও নির্দেশ দেন তিনি।

অন্যদিকে জলপাইগুড়ির পরিস্থিতির উপর নজর রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরেই তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যাবেন বলেও দলীয় সূত্রে জানানো হয়।