Wednesday, August 27, 2025

অভিযোগ শুনেই দ্রুত পদক্ষেপ! ‘প্রতিশ্রুতি’ মিটতেই শতাব্দীর নামে ‘জয়ধ্বনি’ গ্রামবাসীদের

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যে, দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে স্থানীয়দের অভাব, অভিযোগের কথা শুনে দ্রুত কাজের প্রতিশ্রুতি দিলেন বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী শতাব্দী রায় (Shatabdi Roy)। আর প্রার্থীর প্রতিশ্রুতি পেয়েই গ্রামবাসীরা রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন। তৃণমূল প্রার্থীর নামে শোনা যায় জয়ধ্বনি। মূলত, রবিবার নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী। আর প্রচার (Election Campaigning) চলাকালীন গ্রামবাসীদের অভিযোগের কথা শোনেন প্রার্থী।

বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রামে এদিন প্রচারে যান শতাব্দী। সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জানতে পারেন, স্থানীয় একটি রাস্তা সারাইয়ের দাবি তাঁদের অনেকদিনের। কিন্তু তা কোনও কারণে সারাই হয়নি বলে অভিযোগ। এদিন শতাব্দী গ্রামবাসীদের কাছে তাঁদের অভাব, অভিযোগের কথা শুনতে গেলে তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে। এরপরই প্রার্থী গ্রামবাসীদের অভিযোগের কথা শুনে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেন। শতাব্দী জানান, এতদিন ঠিক কী কারণে তাঁদের রাস্তা সারাইয়ের কাজ সম্ভব হয়নি।

এদিন শতাব্দী গ্রামবাসীদের সাফ জানান, লোকসভা নির্বাচনের পরই ওই গ্রামের রাস্তা সারাই করে দেওয়া হবে। এরপরই গ্রামবাসীদের মধ্যে খুশির হাওয়া। এতদিনের সমস্যা মিটে যাওয়ার কারণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন গোকুলনগর গ্রামের বাসিন্দারা।

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version