Saturday, August 23, 2025

কালো টাকা উদ্ধার হল কই? মোদি সরকারের সিদ্ধান্তে প্রশ্ন সুপ্রিম বিচারপতির

Date:

কালো টাকা উদ্ধারের দাবিতে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া মোদি সরকারকে (Modi Government) কাঠগড়ায় তুললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি। বাতিল হয়ে যাওয়া টাকার ৯৮% যদি আরবিআইতে (RBI )ফিরে আসে, তাহলে কালো টাকা উদ্ধার হল কই? প্রশ্ন ছুড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না (B V Nagatna)। ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। ডিভিশন বেঞ্চের পাঁচ সদস্যের একজন হয়ে সেই মামলা শুনেছিলেন বিচারপতি নাগরত্না। তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্টে এটি পাশ হয়ে যায়। এত বছর পর ফিরে এলো সেই প্রসঙ্গ। হায়দরাবাদের একটি আইন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন বিচারপতি।

বি ভি নাগরত্না বলছেন সেই সময় অনেকের মনে হয়েছিল, নোট বাতিল ভাল সিদ্ধান্ত। এটি কালো টাকা সাদা করার প্রয়োজনীয় পন্থা হতে পারে। কারণ হিসাব বহির্ভূত টাকা সরকারের খাতায় ঢুকে যাচ্ছে। এই প্রসঙ্গে আয়কর দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, তৎকালীন সময়ে এই বিষয়টি সম্পর্কে অর্থমন্ত্রীও জানতেন না। হিসেব বলছে সেই সময় বাতিল হওয়া ৯৮ শতাংশ নোট ফিরে এসেছে। তাহলে কালো টাকা উদ্ধার হল কই? এরপরই আসরে নেমেছে বিরোধীরা। তাঁদের কথায়, বিচারপতি নিজেই বলে দিচ্ছেন নোট বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল।আসলে এইসব ভাঁওতা দিয়ে বিজেপি নিজেদের পকেট ভরার চেষ্টা করেছে বলেই অভিযোগ তাঁদের।

নোট বাতিলের যৌক্তিকতার পাশাপাশি রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ আদালতের বিচারপতি বি ভি নাগরত্না। যেভাবে রাজ্যপালদের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যেভাবে মামলা হচ্ছে তাতে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা ভাল লক্ষণ নয়, বলেই মত তাঁর। কোনও রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে নয় বরং সংবিধান মেনে রাজ্যপালদের কাজ করার পরামর্শ দিলেন বিচারপতি।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version