Tuesday, November 4, 2025

শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপত্তি, জরুরি অবতরণ ঢাকাগামী বিমানের

Date:

একদিকে খারাপ আবহাওয়া, অন্যদিকে, আবহাওয়ার কারণে অবতরণ না করতে পেরে আকাশে চক্কর কাটতে গিয়ে শেষের মুখে জ্বালানি। এই দুই বিপদের মাঝে পড়ে দমদম বিমানবন্দরে জরুরী অবতরণ করতে হল কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমানকে। ১৩৮জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রুকে নিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে এয়ার এশিয়ার একে ৭৭ বিমানটি।

রবিবার বাংলাদেশে খারাপ আবহাওয়ার কারণে ঢাকা বিমানবন্দরে নামতে পারেনি ওই বিমানটি। এর ফলে আকাশেই চক্কর কাটতে থাকে ওই বিমান। এরপর, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার পর বিমানে জ্বালানি ভরার অনুমতি পেয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তবে রানওয়েতে বিমানটি নামলেও নন-শিডিউল বিমান হওয়ার কারণে বিমানের মধ্যেই বসে থাকতে হয় যাত্রী ও ক্রুদের। বিমানবন্দরের ১০৬ নম্বর বে পার্কিংয়ে নামানো হয় ওই কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমানটিকে। পরে আবহাওয়ার উন্নতি হলে জ্বালানি ভরে ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এয়ার এশিয়ার একে ৭৭ বিমানটি।

অন্যদিকে, খারাপ আবহাওয়া ও দৃশ্যমান্যতা কম থাকার কারণে গুয়াহাটি বিমানবন্দরেও অবতরণ করতে পারেনি ৩টি বিমান। ওই তিনটি বিমানকেও ঘুরিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করানো হয়।
তিনটি বিমানের মধ্যে, ১৫৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে ইম্ফল থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ৭৮৪ বিমানটি। ১৬৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে অবতরণ করে ইম্ফল থেকে গুয়াহাটি এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৮৯০। এ ছাড়া, ১৬৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে ভুবনেশ্বর থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো সিক্সই ৬৯১১ বিমানটি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version