Monday, January 19, 2026

সাহায্যে প্রশাসন, দুর্যোগের রাতেই জলপাইগুড়ির বিপর্যস্ত মানুষের পাশে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তখনও ফের দুর্যোগের পূর্বাভাস রয়েছে। তা সত্ত্বেও রবিবার রাতে কলকাতা থেকে রাতের বিমানে জলপাইগুড়ি (Jalpaiguri) পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মৃতদের পরিবার এবং দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তবে নির্বাচনী আচরণ বিধি জারি থাকায় বেশি কিছু জানাতে চাননি মমতা।

আচমকা ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেলের এই দুর্যোগে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু মানুষ। ঘটনার খবর পেয়েই, রবিবার রাতেই বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী, জানান এমসিসি কোড চলছে বলে বিস্তারিত জানাচ্ছেন না। প্রশাসনের তরফে দুর্গতদের সব রকম ভাবে সাহায্য করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, ঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। “রাজ্য সরকার পাশে আছে। এখন যেহেতু এমসিসি চলছে, তাই প্রশাসন যা করার করবে। একটা বাচ্চাকে নেওটিয়া হাসপাতালে আনা হচ্ছে, ওটা কাল বিকেলে অভিষেক এসে দেখে নেবে। প্রশাসন যা করার করবে। সবটা এখানে বলছি না।’’

ঝড়ে বিপর্যয়ের খবর পেয়েই নিজের এক্স হ্যান্ডলের পোস্টে মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। জানান, জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কুইক রেসপন্স টিম বিপর্যয় মোকাবিলায় কাজ করছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার আগে গোশালায় মৃত অনিমা বর্মণের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরিবারের মানুষদের সমবেদনা জানান। সেখান থেকেই ময়নাগুড়ির ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, রাজ্য প্রশাসন পাশে আছে। যতদিন না পর্যন্ত বাসস্থানের ব্যবস্থা হচ্ছে ততদিন ততরা যেন ত্রাণ শিবিরেই থাকেন সে পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। অনিমা বর্মণের বাড়ি থেকে কালীতলা রোডে আরেক মৃত দ্বিজেন্দ্রনারায়ণ সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারকে সমবেদনা জানান তিনি। আশ্বাস দেন, প্রশাসন পাশে আছে।

সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী যান জলপাইগুড়ি সদর হাসপাতালে। সেখানেই আহতরা ভর্তি রয়েছেন।

আরও পড়ুন- ঝড়ের তা.ণ্ডবে জলপাইগুড়িতে মৃ.ত ৫! প্রচার থামিয়ে হাসপাতালে গৌতম ও নির্মল

spot_img

Related articles

ভারত সফরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট, দিল্লি বিমানবন্দরে স্বাগত প্রধানমন্ত্রীর 

ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন। সোমবার দুপুরে দিল্লি বিমানবন্দরে তাঁকে...

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

দিল্লি হাই কোর্টে উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape case) দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সেঙ্গারের আবেদন খারিজ হয়ে গেল। কুলদীপ...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ইউটিউবে মুক্তি পেল ‘লক্ষ্মী এলো ঘরে’

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজে বদলে গিয়েছে বাংলার মানুষের জীবন। রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণ ও সামাজিক প্রকল্পের...

অবশেষে জেলমুক্তি, মেসিকাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু

গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে (Messi tour)চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে, এই ঘটনার জেড়ে গ্রেফতার করা হয়...