জলপাইগুড়িতে ঝড়ের তা.ণ্ডবে মৃ.ত ৫, শো.কবার্তা প্রধানমন্ত্রীর

মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকা। বার্নিশ, সাপটিবাড়ি ব্লক সহ আশপাশের প্রায় দশ কিমি এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত প্রায় তিন শতাধিক। এই ঘটনায় দু:খ প্রকাশ করেছে মৃত পরিবারদের সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা।

 

প্রসঙ্গত, এদিনের মাত্র ১৫ মিনিটের ঝড়ে এদিন লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকা। ঝড়ের গতিবেগ এতটাই ছিল যে ওই এলাকার প্রায় ৫০০ বাড়ি-ঘর উড়িয়ে নিয়ে যায়। পাকা বাড়িগুলির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। কাঁচা বাড়িগুলি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারেও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি। এরই সঙ্গে ঝড়ে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। প্রচুর গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল পড়ে আহত হয়েছেন বহু মানুষ। গাছের ডালের আঘাতে এবং ঝড়ের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। তাছাড়া ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গাড়িও উল্টে যায়। এর পাশাপাশি বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে এলাকাগুলি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জলপাইগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি মৃতের পরিবারদের সঙ্গে দেখাও করেছেন। আগামিকাল রাজ্যপাল জলপাইগুড়িতে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ঝড়ের তা.ণ্ডবে জলপাইগুড়িতে মৃ.ত ৫! প্রচার থামিয়ে হাসপাতালে গৌতম ও নির্মল

Previous articleসাহায্যে প্রশাসন, দুর্যোগের রাতেই জলপাইগুড়ির বিপর্যস্ত মানুষের পাশে মুখ্যমন্ত্রী
Next articleগভীর রাতেই হাসপাতালে আহতদের পাশে মুখ্যমন্ত্রী, ত্রাণ শিবিরে দুর্গতদের আশ্বাস