Tuesday, November 4, 2025

পার্টি ফান্ডে টাকা নেই, তমলুকের বাম প্রার্থীর হাতে পেনশনের টাকা তুলে দিলেন শিক্ষক

Date:

অন্যান্য দিনের মতো আজ, সোমবারও ভোট প্রচারে বেরিয়েছিলেন তমলুকের সিপিএম প্রার্থী তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আচমকা তাঁর কাছে এসে এক বয়স্ক ব্যক্তি ২০ হাজার টাকা তুলে দিলেন। তাঁর পরিচয়, অবসরপ্রাপ্ত শিক্ষক। নাম চণ্ডীচরণ প্রামাণিক।

বিষয়টি ঠিক কী? ভোটের খরচের জন্য সিপিএমের পার্টি ফান্ডে টাকা নেই। সিপিএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য নিরঞ্জন সিহিজানিয়েছেন, পঞ্চায়েত ভোট, ইনসাফ যাত্রা, ইনসাফ বিগ্রেডের জন্য যেটুকু ফান্ড ছিল, তা খরচ হয়ে গেছে। তাই এখন মানুষের কাছ থেকে চাঁদা তুলে ভোট করানো ছাড়া উপায় নেই। সেকথা জানতে পেরে নিজের পেনশন তুলে ২০ হাজার টাকা প্রার্থীর হাতে দিলেন এক অশীতিপর অবসরপ্রাপ্ত শিক্ষক।

এদিন সকালে নন্দকুমার বাজারে প্রচার সিপিএম প্রার্থী গেছিলেন। সেকথা জানতে পেরে শারীরিক অসুস্থতা উপেক্ষা প্রবল দাবদাহের মধ্যেই পৌঁছে যান অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডীচরণ প্রামাণিক। এরপর সকলের সামনে বাম প্রার্থীর হাতে ২০ হাজার টাকা তুলে দেন। নিজেকে বামকর্মী হিসাবে পরিচয় দিয়ে চণ্ডীচরণবাবু বলেন, “টিভিতে দেখেছি ইলেক্টরাল বন্ড থেকে বিজেপি, তৃণমূল সবচেয়ে বেশি টাকা তুলেছে। বামেরা এক টাকাও নেয়নি। বরং ইলেক্টরাল বন্ডের বিরুদ্ধে মামলা করে সত্যিটা সামনে এনেছে। তাই পেনশন থেকেই দলকে ২০ হাজার টাকা দিলাম।”

সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির প্রতিক্রিয়া, বামপন্থীরা ইলেক্টরাল বন্ড থেকে টাকা নেয়নি। তাঁরা মামলা করায় মানুষের কাছে আসল ছবি ফুটে উঠেছে। দলের আর্থিক সংকটের খবর পেয়ে এগিয়ে এসেছেন অনেকেই। তাঁদের অর্থেই দল ভোটে লড়ে জিতে দেখাবে।

আরও পড়ুন- টর্নেডোর পূর্বাভাস সম্ভব না, ৫ জেলায় কমলা সতর্কতা জারি করে দাবি আবহাওয়া দফতরের

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version