Tuesday, November 11, 2025

দলে যোগ দিন নাহলে গ্রেফতার! AAP-র একাধিক নেতা এবার বিজেপির টার্গেট

Date:

গ্রেফতার একগুচ্ছ আপ নেতা। খোদ দিল্লির মুখ্যমন্ত্রী জেলবন্দি। তারপরেও রবিবার দিল্লির রামলিলা ময়দানে বিজেপির ঘুম ছোটানো সমাবেশের আয়োজন করেছে আপ। এরপরেই কী গ্রেফতারির ভয় দেখিয়ে আপনেতাদের ভাঙনোর চেষ্টা শুরু করল বিজেপি? দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশির দাবি দলের চার নেতাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাব না মানলে একমাসের মধ্যে গ্রেফতার করা হবে। অন্যদিকে বিজেপির সঙ্গে যুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হচ্ছে কিছু আপ নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। পাল্টা চাপ তৈরির জন্য এভাবেই লোকসভার রাজনীতির হাওয়া গরম করতে চাইছে বিজেপি, মত রাজনৈতিক মহলের।

মঙ্গলবার একটি সাংবাদিক অতিশি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “বিজেপি আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছে। তারা আমাকে হুমকি দিচ্ছে যে আমি যদি দলে যোগ না দিই তাহলে আগামী এক মাসের মধ্যে আমাকে ইডি গ্রেফতার করবে। তারা এই অফারটি নিয়ে আমার একজন ঘনিষ্ঠ সহযোগীর কাছে পৌঁছেছে এবং এটাও বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি আপ-কে পতন ও ধ্বংস করতে চায়।” তবে এর পাল্টাও তিনি বলেন, “বিজেপি নেতাদের জারি করা হুমকিতে দল ভয় পায় না।আমরা আপনার হুমকিতে ভীত নই। আমরা কাজ চালিয়ে যাব।”

অতিশির দাবি আপের চার নেতাকে এখন টার্গেট করেছে বিজেপি। তিনি নিজে ছাড়া রাঘব চাড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজ রয়েছেন এই তালিকায়। তবে আপ গ্রেফতারিতে ভয় পায় না দাবি করে অতিশির বলেন, “তার এবং তার আত্মীয়দের উপর অভিযান চালানো হবে।তারপর আমাদের সমন জারি করা হবে এবং তারপরে আমাদের জেলে পাঠানো হবে। কিন্তু আমি বিজেপিকে বলতে চাই যে আমরা ভয় পাই না। আমাদের সবাইকে জেলে রাখুন, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের সাথে থাকব। সবাইকে জেলের ভিতরে রাখুন। অন্য ১০ জন সেই জায়গা নেবে।”

তাঁদের গ্রেফতারির পথ তৈরি করা হচ্ছে আদালতে এমনটা দাবি করে অতিশি জানান, ইডি আদালতে জানিয়েছে আবগারি মামলায় কেজরিওয়াল তাঁদের নাম বলেছেন। আদালতের সামনে এই তথ্য পেশ করে আপ নেতা-নেত্রীদের গ্রেফতারির পথ প্রশস্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version