Tuesday, August 12, 2025

আসানসোলের কুলটির চিনাকুড়িতে ইসিএলের কয়লাখনিতে ফের দুর্ঘটনা।এবার ডুলির তার ছিঁড়ে বিপত্তি ঘটেছে।এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জন শ্রমিকের, নিখোঁজ আরও ২। মৃতরা হলেন আকাশ বাউড়ি ও অনিল যাদব।খনিতে এখনও আটকে রয়েছেন বেশ কয়েকজন কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। হঠাৎই ইসিএলের চিনাকুড়ি ১ ও ২ নম্বর কয়লাখনির এক নম্বর পিটে  দুর্ঘটনার সম্মুখীন হন শ্রমিকরা। জানা গিয়েছে, খনি থেকে কয়লা তোলার সময়ই ঘটে এই দুর্ঘটনা। যে ডুলি করে কয়লা খনিতে ওঠা নামা করেন শ্রমিকরা, আচমকাই সেই ডুলি ছিঁড়ে কয়েকশো ফুট নীচে পড়ে যায়। সেই সময় খনির ভিতরে কাজ করছিলেন শ্রমিকরা। ডুলি ছিঁড়ে পড়লে তার নীচে চাপা পড়ে যান তারা।ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।

তবে, চিনাকুড়ির সবথেকে গভীর ওই কয়লা খনিতে কয়েকশো মিটার নীচে কীভাবে নামবেন উদ্ধারকারী দল বা কীভাবেই বা ডুলির নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। আশেপাশের কয়লা খনির সুড়ঙ্গ দিয়ে ওই কয়লা খনির দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা, এখন সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের কাছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ইসিএলের আধিকারিকরা।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






 

Related articles

জীবিত মানুষকে মৃত! কমিশনকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ...

ডুরান্ড চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান

ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান (Mohunbagan)। আইএফএ (IFA)-কে চিঠি দিয়ে সাফ জানিয়ে দিল মোহনবাগান (Mohunbagan)...

পুলিশকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব: তীব্র প্রতিবাদ পুলিশ পরিবারের মহিলাদের

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব রাজ্য ও কলকাতা পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীদের...

বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমগ্র দেশের শক্তি দেখেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রের মোদি সরকার। যেভাবে পুলিশি বাধা অতিক্রম...
Exit mobile version