Saturday, August 23, 2025

মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত টাকা, সবুজ আবিরে মাতল সন্দেশখালি

Date:

কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন অর্থবর্ষের শুরু থেকেই বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের (Laxmir Bhandar) বর্ধিত টাকা পেতে শুরু করেছেন। উচ্ছ্বসিত সন্দেশখালি (Sandeshkhali)। কয়েক মাস আগে পর্যন্ত যেখানকার মহিলাদের ভুল বুঝিয়ে ‘ বিদ্রোহী ‘ করে তোলার চেষ্টা করেছিল বিজেপি, আজ তাঁরা বলছেন তৃণমূল সরকারের (TMC Government) উপর ভরসা ছিল আর আগামীতেও থাকবে। তাই উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রং আজ সবুজ। যেন অকাল হোলিতে মেতে উঠেছেন এখানকার মহিলারা।

বাজেটের ঘোষণা মতোই ১ এপ্রিল থেকে  লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সাধারণের জন্য ১,০০০ টাকা ও তপশিলি জাতি-উপজাতির জন্য ১,২০০ টাকা করা হয়েছে। আজ পাসবুক আপডেট করাতে গিয়ে নিজেদের অ্যাকাউন্টে বর্ধিত টাকার ক্রেডিট দেখে আনন্দে ভাসলেন বসিরহাট লোকসভার সন্দেশখালির মহিলারা। এদিন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, দিলীপ মল্লিক দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সরদার, আদিবাসী নেত্রী অষ্টমী সর্দারদের কাছে পেয়ে উলু,শঙ্খ ধ্বনি, নাচ গানের মধ্য দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দেন। ফের স্পষ্ট হয়ে গেল বিজেপির বিভাজনের রাজনীতি ছুড়ে ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নীতিতেই আস্থা রাখল সন্দেশখালি।লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় বর্ধিত আর্থিক সহযোগিতা পেয়ে উৎসবে মাতলেন তাঁরা। সবুজ আবিরে রঙিন সন্দেশখালি প্রমাণ করে দিল, বাংলায় বিজেপির মেরুকরণ ও হিংসার রাজনীতির কোনও ঠাঁই নেই। বাংলার নারীশক্তি কেবলমাত্র মুখ্যমন্ত্রীর গ্যারান্টিতেই ভরসা করে।

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version