Tuesday, November 11, 2025

জোরকদমে প্রচার,উপনির্বাচনের টিপস নিতে অসুস্থ মদনের বাড়িতে সায়ন্তিকা

Date:

বরানগর থেকে সায়ন্তিকা জিতবেই। সায়ন্তিকাকে জয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতা কর্মীরা সবধরনের সাহায্য করবে। মঙ্গলবার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আর্শীবাদ করে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। অসুস্থ বিধায়ককে দেখতে এদিন তার বাসভবনে যান তৃণমূল প্রার্থী সায়ন্তিকা।তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বলেন, মদনদা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আমি তার থেকে আশীর্বাদ নিতে এসেছি।

ভোট ময়দানে তৃণমূলের টলি অভিনেত্রী জোরদার প্রচার চালাচ্ছেন। তৃণমূল কর্মীরাও তাকে পেয়ে খুশি। সকলেরই একযোগে রাজনৈতিক ময়দানে যুদ্ধ চালাচ্ছে জোর কদমে। রাজনৈতিক মহলের দাবি সায়ন্তিকার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

সায়ন্তিকা এদিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মদন মিত্রর দ্রুত সুস্থতা কামনা করেছেন সায়ন্তিকা। সেকথা তিনি নিজেই জানান কামারহাটির বিধায়ককে।তৃণমূলের জনপ্রিয় নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বেশ অসুস্থ। অনেকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর তাঁকে ছাড়া হলেও চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে এখন সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যাচ্ছে না মদন মিত্রকে। এমনকী বিধানসভা অধিবেশনেও যোগ দিতে পারেননি তিনি।

সায়ন্তিকাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবিবার সকালে রবীন্দ্রভবনে কর্মিসভায় ছিল। তারপর বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বারে যান তৃণমূল প্রার্থী।ৌসায়ন্তিকার বক্তব্য, স্বাস্থ্যকর রাজনৈতিক লড়াই হোক। তিনি বলেন, বাঁকুড়া গত তিন বছর ধরে তাঁকে রাজনৈতিকভাবে নানান শিক্ষা দিয়েছে। উন্নয়নের পক্ষেই ভোট চাইবেন বলেও জানান তিনি। কামারহাটির বিধায়ক অসুস্থ মদন মিত্রকেও দেখতে যান বরানগরের তৃণমূল প্রার্থী।






 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version