Sunday, November 9, 2025

জোরকদমে প্রচার,উপনির্বাচনের টিপস নিতে অসুস্থ মদনের বাড়িতে সায়ন্তিকা

Date:

বরানগর থেকে সায়ন্তিকা জিতবেই। সায়ন্তিকাকে জয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতা কর্মীরা সবধরনের সাহায্য করবে। মঙ্গলবার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আর্শীবাদ করে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। অসুস্থ বিধায়ককে দেখতে এদিন তার বাসভবনে যান তৃণমূল প্রার্থী সায়ন্তিকা।তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বলেন, মদনদা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আমি তার থেকে আশীর্বাদ নিতে এসেছি।

ভোট ময়দানে তৃণমূলের টলি অভিনেত্রী জোরদার প্রচার চালাচ্ছেন। তৃণমূল কর্মীরাও তাকে পেয়ে খুশি। সকলেরই একযোগে রাজনৈতিক ময়দানে যুদ্ধ চালাচ্ছে জোর কদমে। রাজনৈতিক মহলের দাবি সায়ন্তিকার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

সায়ন্তিকা এদিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মদন মিত্রর দ্রুত সুস্থতা কামনা করেছেন সায়ন্তিকা। সেকথা তিনি নিজেই জানান কামারহাটির বিধায়ককে।তৃণমূলের জনপ্রিয় নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র বেশ অসুস্থ। অনেকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর তাঁকে ছাড়া হলেও চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে এখন সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যাচ্ছে না মদন মিত্রকে। এমনকী বিধানসভা অধিবেশনেও যোগ দিতে পারেননি তিনি।

সায়ন্তিকাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবিবার সকালে রবীন্দ্রভবনে কর্মিসভায় ছিল। তারপর বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বারে যান তৃণমূল প্রার্থী।ৌসায়ন্তিকার বক্তব্য, স্বাস্থ্যকর রাজনৈতিক লড়াই হোক। তিনি বলেন, বাঁকুড়া গত তিন বছর ধরে তাঁকে রাজনৈতিকভাবে নানান শিক্ষা দিয়েছে। উন্নয়নের পক্ষেই ভোট চাইবেন বলেও জানান তিনি। কামারহাটির বিধায়ক অসুস্থ মদন মিত্রকেও দেখতে যান বরানগরের তৃণমূল প্রার্থী।






 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version