Tuesday, November 4, 2025

বিজেপি প্রার্থীকে নিয়ে পোস্ট, শতাব্দীর দাবি এক্স হ্যান্ডল করেন না!

Date:

লোকসভা ভোটের আবহেই হ্যাক করা হল অভিনেত্রী তথা বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের এক্স-হ্যান্ডেল! যা নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ তৃণমূলের তারকা প্রার্থী। দলীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন শতাব্দী রায়। তাঁর দাবি, তিনি টুইট ব্যবহার করেন না।

ঘটনা কী? বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শতাব্দী রায়। যেখানে তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। কী লেখা ছিল সেই পোস্টে? গত রবিবার শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল থেকে বীরভূমের বিজেপির প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ করে দুটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ”২০২১ সালের বিধানসভা ভোটে দেবাশিস ধরকে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডির আতস কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের।”

শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেলে এই পোস্টের পরই শুরু হয় বিতর্ক। আর তার প্রতিক্রিয়াতেই শতাব্দী রায় স্পষ্ট জানান যে, তিনি ওই পোস্ট করেননি। তিনি বলেন,”আমি টুইট ব্যবহার করি না। এরকম পোস্ট আমি করি না। কে করেছে কেন করেছে দেখতে হবে। পুলিশকে আমি জানিয়েছি।” শতাব্দী রায়ের এই দাবির পরই উঠেছে তৃণমূল প্রার্থীর এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ।

আরও পড়ুন- ‘অসত্য বিজ্ঞাপন’ মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে যোগগুরু রামদেব


 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version