Friday, November 7, 2025

সাড়ে ৪ কেজি ওজন কমল কেজরির, মুখ্যমন্ত্রীকে নিয়ে উদ্বিগ্ন আপ

Date:

আবগারি দুর্নীতি মামলায় ইডির (Enforcement Directorate) গ্রেফতারির (Arrest) পর পেরিয়ে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। আপাতত তিহার জেলে বিচারাধীন বন্দি। সূত্রের খবর, ভালো নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে বলে দাবি করেছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই কেজরিওয়ালের ওজন প্রায় সাড়ে ৪ কেজি কমে গিয়েছে। পাশাপাশি ব্লাডসুগারের গুরুতর সমস্যা রয়েছে। যদিও জেলের চিকিৎসক তাঁর প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করেছেন। জেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে তাঁর অবস্থা উদ্বেগজনক নয়। তবে ব্লাডসুগারের সমস্যা সত্যিই রয়েছে। সেই কারণে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে তাঁকে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিকে গ্রেফতার করে ইডি। আপাতত ১৫ এপ্রিল অবধি তিহার জেলে থাকতে হবে কেজরিকে। আপ সূত্রে দাবি, জেলে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে। একবার মাত্রা ৫০–এর নিচেও নেমে যায় বলে দাবি। তার পর থেকে নিয়মিত তাঁর সুগারের মাত্রার পরিমাপ করা হচ্ছে। আপাতত বাড়ির খাবার খাচ্ছেন কেজরি। এমনটাই জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিহাড়ের ২ নম্বর সেলে রাখা হয়েছে তাঁকে। যার একদম কাছেই রয়েছে এক কুইক রেসপন্স টিম। যাতে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করা যায়।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version