Thursday, November 13, 2025

জেলবন্দি প্রাক্তন ফুটবলার রবিনিও শেষ পর্যন্ত যৌথ সেলে থাকার সুযোগ পেলেন।রবিনিও এখন ফুটবল খেলার পাশাপাশি নানা ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন। একসময় ফুটবলের আঙিনায় প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবে নজর কেড়েছিলেন রবিনিও। এখন তিনি জেলে পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে পারবেন। ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ট্রেম্বের জেলে যে ফুটবল মাঠটি আছে, সেখানে কারাবন্দিদের মধ্যে চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। সেখানে বন্দিরা বিভিন্ন দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেন। এ ছাড়া এই ভবনে লাইব্রেরি, খেলার ঘর, গির্জা এবং সবজির বাগানও আছে। শনিবার ও রবিবার সাওপাওলো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত জেলে ভ্রমণের সুযোগ পাওয়া যায়।নিভৃত অঞ্চলে প্রচুর গাছপালায় ঘেরা এই জেলটি চালু করা হয় ১৯৫৫ সালে। এই জেলের প্রতিটি সেলে ৬ জন বন্দি একসঙ্গে থাকতে পারেন। সব মিলিয়ে এখানে থাকতে পারেন ২৯৬ জন বন্দি।

গত ২১ মার্চ ব্রাজিলের পুলিশের হাতে আটক হন দেশটির প্রাক্তন ফুটবলার রবিনিও। ২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে আটক করা হয় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই ফুটবলারকে। এই অপরাধে ৯ বছরের সাজা হয়েছে তাঁর। যদিও রায়ের আগে ইতালি ছেড়ে ব্রাজিলে চলে যান রবিনিও। এরপর ইতালির সর্বোচ্চ আদালত ব্রাজিল সরকারকে শাস্তি কার্যকরের আহ্বান জানান। পরে ব্রাজিলের আদালতও রায় দিয়ে জানায়, রবিনিওকে শাস্তি ভোগ করতে হবে। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।গ্রেফতারের পর রবিনিওকে নেওয়া হয় ব্রাজিলের সাওপাওলোর ট্রেমেম্ব শহরের ড. হোসে অগাস্তো সালগাদো নামের জেলে। গত রবিবার ইস্টার সানডের দিন পারাক্তন এই ফুটবলারের আইসোলেশনের সময়কাল শেষ হয়েছে। সাও পাওলোর জেল সূত্রে জানানো হয়েছে, রবিনিওকে এখন যৌথ কারাগারে নেওয়া হয়েছে। যেখানে তিনি অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

 

 

Related articles

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...

মুকুলের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাই কোর্ট, কারণ কী!

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।...

পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র

পুর নিয়োগ মামলার তদন্তে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব করল ইডি...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

১৩ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version