Sunday, November 16, 2025

বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন রোনাল্ডো,৭২ ঘণ্টায় সৌদি লিগে দ্বিতীয় ম্যাচেও হ্যাটট্রিক

Date:

বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের ফুটবলার যেন জীবনের সেরা ছন্দে রয়েছেন। শনিবারের পর মঙ্গলবারেও সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করলেন রোনাল্ডো। ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন। রোনাল্ডোর তিন গোলের সৌজন্যে সৌদি লিগে আভাকে ৮-০ গোলে উড়িয়ে দিল আল নাসের। জয়ের পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন ‘উই আর নট স্লোয়িং ডাউন’। হাতে ৮ ম্যাচ রেখে শীর্ষস্থানীয় আল হিলালের সঙ্গে ১২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় আল নাসর। হাল ছাড়া যাবে না—এ কথাটিই মনে করিয়ে দিয়েছেন রোনাল্ডো ‘দ্য আলটিমেট ওয়াইন।’

রোনাল্ডোর তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। পাশাপাশি দু’টি গোল করতে সাহায্য করেছেন তিনি। আগের ম্যাচে আল তাইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। মঙ্গলবার ১১ মিনিটের মাথায় প্রথম গোল রোনাল্ডোর। বক্সের বাইরে মাঝামাঝি জায়গা থেকে নীচু ফ্রিকিকে গোল করেন। ১০ মিনিট পরে আবার ফ্রিকিক থেকে গোল। এ বার সুইং শটে। এর পর সাদিয়ো মানেকে দিয়ে গোল করান রোনাল্ডো। বিরতির তিন মিনিট আগে ‘চিপ’ করে বিপক্ষের গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান রোনাল্ডো। বিরতির আগেই আল-সুলায়হিমকে দিয়েও গোল করান।

২৯ গোল করে সৌদি লিগে সবার আগে আছেন রোনাল্ডো। কেরিয়ারের ৯০০তম গোল থেকে আর মাত্র ১৫টি দূরে তিনি। ৩০ বছর হওয়ার পর ৪২১টি গোল করেছেন। ধারেকাছে কেউ নেই। জুন মাস থেকে শুরু হবে ইউরো। তার আগে রোনাল্ডোর ফর্ম স্বস্তি দেবে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসকে। চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডোর ৩৬টি গোল এবং ১২টি অ্যাসিস্ট রয়েছে। গতকাল রাতে রোনাল্ডো বক্সের বাইরে থেকে যে গোল তিনটি করেছেন, সম্ভবত ইউরোপের কোনও লিগেই তা ঠেকানো সম্ভব না। পর্তুগিজ ফরোয়ার্ড এই মুহূর্তে ঠিক কেমন ফর্মে সেটাও বোঝা যায় তাঁর টানা দুই হ্যাটট্রিক দেখে। চলতি লিগে এটি তাঁর তৃতীয় হ্যাটট্রিক।






 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version