Wednesday, August 27, 2025

চড়ছে পারদ: জল-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ নবান্নর, রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ

Date:

চড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকে হাঁসফাঁস করা গরমে কার্যত নাকাল দক্ষিণবঙ্গবাসী। কলকাতার (Kolkata) তাপমাত্রা পেরিয়েছে ৩৭ ডিগ্রি। বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে, নাজেহাল অবস্থা পুরুলিয়ার। হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ঊর্ধ্বমুখী পারদ। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নবান্ন (Nabanna)। প্রবল গরমে যাতে জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত না হয় তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন (Nabanna) থেকে প্রতিটি জেলার জেলাশাসকের কাছেই এই নির্দেশিকা পৌঁছেছে।

নির্দেশিকায় জেলাশাসকদের বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে। কোনও ভাবেই যাতে জল সঙ্কট অথবা বিদ্যুতের যোগানে সমস্যার না হয় এবং আপতকালীন পরিস্থিতির জন্য যাতে সংশ্লিষ্ট দফতর তৈরি থাকে তার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে চলতি সপ্তাহেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইতে পারে। কলকাতার তাপমাত্রাও ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে পূর্বভাস। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে হাওয়া অফিসের তরফে জানানো হয়, শনি ও রবিবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। এপ্রিলের শুরুতেই প্রবল গরমে প্রাণান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকলে বা জল সরবরাহ ব্যাঘাত ঘটলে গরমের মধ্যে অসহনীয় পরিস্থিতি তৈরি হবে। সেকারণেই এই সতর্কতা।

রাজ্যবাসীর জন্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সুতির হালকা কাপড় পড়া, রোদ্দুরে বেরোলে ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শরীরে জলের যোগান ঠিক রাখতে বারবার জল, ORS, লস্যি ইত্যাদি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।




Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version