Tuesday, December 2, 2025

অ্যালেন কলকাতার মেগা ওরিয়েন্টেশনে ৫ হাজার ছাত্র ও অভিভাবক

Date:

Share post:

অ্যালেন কলকাতার মেগা ওরিয়েন্টেশনে ৫০০০ ছাত্র ও অভিভাবক অংশগ্রহণ করেন।
শিক্ষার্থী এবং অভিভাবকরা অ্যালেন সিস্টেম বুঝতে পেরে তাদের কৌতূহলের অবসান ঘটান।

ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য সারাদেশে বিখ্যাত অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেডের মেগা ওরিয়েন্টেশন সেশন । গত রবিবার  একাডেমিক অফিসার সি আর চৌধুরীর এই অধিবেশনে প্রায় ৫০০০ শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্জ্বলন ও অ্যালেন প্রার্থনার মাধ্যমে অধিবেশন শুরু হয়। এর সাথে অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের ৩৫ বছরের যাত্রার চিত্রকে তুলে ধরতে একটি উপস্থাপনা করা হয়। এতে অ্যালেনের ফলাফল এবং তার সামাজিক উদ্দেশ্যের কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়া হয়।

অ্যালেনের সিএও সি আর চৌধুরী বলেন , অ্যালেন তার ৩৫ বছরের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে। অ্যালেনের জন্য, শিক্ষার্থী হল তার প্রতিটি কাজের কেন্দ্রে, যা কিছু পরিবর্তন করা হয় তা ছাত্রের উন্নতির জন্য করা হয়। অ্যালেন গ্যারান্টি দেয় যে প্রত্যেক শিক্ষার্থী তার যোগ্যতা ও প্রত্যাশা অনুযায়ী ভালো শিক্ষক পাবে। যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তাদের ক্লাস কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে, ক্লাস শুরু হওয়ার পর কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তা জানা জরুরি। এ লক্ষ্যেই ওরিয়েন্টেশনের আয়োজন করা হচ্ছে। অ্যালেনের লক্ষ্য মূল্যবোধের সাথে শিক্ষা প্রদান করা। অ্যালেনের নামের সাথে কেরিয়ার শব্দটি যুক্ত রয়েছে। আমাদের উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীদের কর্মজীবনের উন্নয়নের পাশাপাশি তাদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে তারা পরিবার, সমাজ ও দেশের সেবা করার জন্য প্রস্তুত হতে পারে।

এই অনুষ্ঠানে আঞ্চলিক প্রধান রজনীশ শ্রীবাস্তব বলেন, অ্যালেন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। কলকাতা, পশ্চিমবঙ্গের এই উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য একটি নতুন মাত্রা হিসাবে প্রমাণিত হচ্ছে ও খুব অল্প সময়ে ভালো সুনাম অর্জন করেছে। একটি গাছের বেড়ে ওঠার জন্য যেমন সার, আলো এবং জলের প্রয়োজন, তেমনি একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় ইতিবাচক পরিবেশ এবং সেরা শিক্ষা আমরা প্রদান করব।

এই অনুষ্ঠানে অ্যাডমিন প্রধান দেবাশীষ সান্যাল বলেন, শিক্ষা ও সুযোগ-সুবিধার পাশাপাশি অ্যালেন প্রত্যেক শিক্ষার্থীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে এবং যতক্ষণ না সে তার ক্যারিয়ার গড়ে তোলে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীকে নিরাপদ পরিবেশ প্রদানের জন্য কাজ করে। ক্লাসের পর শিক্ষার্থীর কোনো প্রয়োজন থাকলে তাও পূরণ করা হয়। একজন শিক্ষার্থীর প্রতিটি প্রয়োজনই অ্যালেনের প্রয়োজন এবং অ্যালেন তা পূরণ করলেই সন্তুষ্ট হয়।





 

spot_img

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini...

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...