Friday, August 29, 2025

অনুশীলনে অনুপস্থিত বাগান কোচ, পাঞ্জাবের বিরুদ্ধে দল নিয়ে আশাবাদী বাগান অধিনায়ক

Date:

চেন্নাইয়ান এফসি ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে আগামিকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে থাকবে কোন দর্শক। বাগানের হেড কোচ থাকবেন কিনা সেটাও পরিষ্কার নয়। কারণ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অনুশীলনে ছিলেন হাবাস। তখনই আশঙ্কা করা হয়েছিল, দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে হয়ত হাবাসকে ছাড়াই খেলতে নামবে সবুজ-মেরুন। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, হাবাসের শারীরিক অবস্থার উন্নতি হলে আগামিকাল ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। ঘরের মাঠে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে হার লিগ শিল্ড জেতার রাস্তা কিছুটা হলেও কঠিন করে দিয়েছে। এমন অবস্থায় পাঞ্জাব ম্যাচেও কোচ ডাগ আউটে না থাকলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাগান সমর্থকরা।

মোহনবাগানে এত প্রতিবন্ধকতা থাকলেও দল নিয়ে আশাবাদী বাগানের অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, “আমাদের ফোকাস শুধুই পাঞ্জাব ম্যাচের দিকে। হাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য আমাদের। তিনিই দল পরিচালনা করেন। হাবাস দলের সব। আবার সাহালেরও চোট রয়েছে। তবে ভেবে দেখতে হবে, মরশুমে অনেক প্লেয়ারেরই চোটআঘাত ছিল। আনোয়ারের চোট ছিল। সেই জায়গায় দীপেন্দু খেলেছে। আমরা ম্যাচ জিতেছি। আমাদের দলটা এই কারণেই খুব শক্তিশালী। যারা নামে তারা নিজেদের সেরাটা দেয়। আপাতত সব ভুলে আমাদের পাঞ্জাব ম্যাচ নিয়েই ভাবতে হবে। ম্যাচটা জিততে হবে। তার পরে বাকি ম্যাচগুলোর কথা ভাবব।”

এদিকে মোহনবাগান দলের সঙ্গে দিল্লি যাননি মাঝমাঠের অন্যতম ভরসা সাহাল আব্দুল সামাদও। ভারতীয় দলের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচে অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। অনুশীলনে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় দলের সঙ্গে দিল্লি যাননি।

আরও পড়ুন- ফিফা রাঙ্কিং-এ ধাক্কা খেলো ভারতীয় দল, কত নম্বরে সুনীলরা?

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version