Monday, November 3, 2025

মহিলাদের বার্ষিক ১ লাখ টাকা ভাতা! ভোটের আগে ‘ন্যায় পত্রে’ নারী সুরক্ষার অঙ্গীকার কংগ্রেসের

Date:

Share post:

হাতে আর কিছু সময়। তারপরই দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর নির্বাচনের প্রাক্কালে এবার ইস্তেহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। সামাজিক ন্যায়বিচার-এর উপর নজর রেখেই বানানো হয়েছে ইস্তেহার। এমনটাই দাবি কংগ্ৰেসের। তার নাম দেওয়া হয়েছে ‘ন্যায় পত্র’। কংগ্রেসের ইস্তেহারে সামাজিক ন্যায় বিচারের পাঁচ গ্যারান্টির কথা তুলে ধরা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ‘যুব ন্যায়’, ‘নারী ন্যায়’, ‘কিষাণ বিচার’, ‘শ্রমিক ন্যায়’ এবং ‘অধিকারের ন্যায়’।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের কথায়, সারা দেশের মানুষের সঙ্গে কথা বলার পর ইস্তেহারে নির্দিষ্ট বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। শনিবার জয়পুর ও হায়দরাবাদে জনসভা করবেন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। জনগণের কাছে ইস্তেহারের মূল বিষয়গুলিও জনসাধারণের কাছে তুলে ধরবেন তাঁরা, এমনটাই হাত শিবির সূত্রে খবর। এদিন ইস্তেহার প্রকাশ পর্বে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম জানান, ইস্তেহারে অবশ্যই প্রাধান্য পেয়েছে সামাজিক ন্যায়বিচারের দলের রাহুল গান্ধীর অ্যাজেন্ডার ছাপ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ইস্তেহার প্রকাশ করেন।


কংগ্রেসের ৪৮ পৃষ্টার ইস্তেহার মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে যা প্রকাশ করা হয়েছে তা সামগ্রিক থিম তিনটি শব্দের উপর ভিত্তি করে। মূলত জোর দেওয়া হয়েছে কাজ, সম্পদ এবং কল্যাণের উপর। পাশাপাশি ইস্তেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হয়েছে বেকারত্ব ইস্যুকে। একনজরে বিশেষ কিছু ঘোষণা দেখে নিন:

ক্ষমতায় এলে দল জাতি ও উপ-বর্ণ এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার গণনা করার জন্য দেশব্যাপী আর্থ-সামাজিক ও বর্ণ জনগণনা পরিচালনা করা।

এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের উপর ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা বাড়ানোর জন্য একটি সংবিধান সংশোধনী পাশ।

PSU এবং সরকারি চাকরিতে চুক্তি বাতিল করে স্থায়ী করার প্রতিশ্রুতি। ক্ষমতায় এলে এসসি/এসটি এবং ওবিসিদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা।

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশনে কেন্দ্রীয় সরকারের অবদান মাসিক ২০০-৫০০ টাকার ঘোষণা।

প্রতিশ্রুতি ক্ষমতায় এলে দল এই পরিমাণ বাড়িয়ে মাসে ১০০০ টাকা করা হবে।

গরিব মেয়েদের বছরে ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা।

সংখ্যালঘুদেরও পোশাক, খাবার, ভাষা এবং ব্যক্তিগত আইন পছন্দের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি।

আগামী ১০ বছরে ২৩ কোটি মানুষের গরিবি থেকে বের করে আনার প্রতিশ্রুতি।

জম্মু-কাশ্মীরে রাজ্যে মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি।

তবে কংগ্ৰেস ইস্তেহার প্রকাশ করতেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, দেশকে শেষ করে দিয়েছে কংগ্ৰেস। দেশবাসী কংগ্ৰেসকে বিশ্বাস করে না। অতএব ভোটের মুখে এসব করে লাভের লাভ কিছুই হবে না।

spot_img

Related articles

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...