Sunday, August 24, 2025

তামিলনাড়ুর রামনাথপুরম (Ramnathpuram) লোকসভা কেন্দ্রে এক অদ্ভুত সংকট। এই কেন্দ্রে নির্দল হিসাবে মনোনয়ন পেশ (nomination file) করেছেন অনেক প্রার্থী। তার মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম (O Paneerselvam)। অদ্ভুতভাবে সেই একই নামে আরও চার প্রার্থী এই কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন, পাঁচ জনেরই নাম ও পনিরসেলভম (O Paneerselvam)। সবাই নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শিবিরের দাবি এই সবকিছুর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।

দলবিরোধী কাজের জন্য এআইএডিএমকে (AIADMK) থেকে বহিষ্কৃত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম, যিনি ওপিএস (OPS) নামেই বেশি পরিচিত। বিজেপি নেতৃত্বের সঙ্গে লোকসভা নির্বাচনের আসন রফা নিয়ে বৈঠকও করেন তিনি। বর্তমানে এনডিএ (NDA) জোটের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন তিনি। লোকসভা ভোটে বিজেপির সঙ্গে আসন রফা চূড়ান্ত না হওয়ায় নির্দল প্রার্থী হিসাবেই রামনাথপুরম কেন্দ্র থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আশ্চর্যজনকভাবে সেই কেন্দ্রেই এবার ও পনিরসেলভম নামে পাঁচ আরও প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এই কেন্দ্রে মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গেলেও দেখা গেল পাঁচ পনিরসেলভমের মধ্যে কেউ প্রার্থীপদ প্রত্যাহার করেননি। এরপরই প্রতীক নিয়ে বিড়ম্বনায় পড়ে নির্বাচন কমিশন। কাঁঠাল, আঙুর আর ঝুড়ি প্রতীকের (symbol) একাধিক দাবিদার। শেষ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী কাঁঠাল (jackfruit) প্রতীক পান। একই নামে নির্দল হিসাবে মনোনয়ন পেশ করা প্রার্থীরা অবশ্য ‘কাজ করার জন্য’ নির্বাচনে লড়ছেন, এই ছাড়া আর কোনও কথা তাঁরা বলছেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপিএস-এর অনুগামীদের দাবি তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়ে বিরোধীরা এই খেলায় মেতেছে। একই নামের নির্দল প্রার্থী একাধিক থাকলে ভোটাররা স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হবেন। যার ফলে অনেক ভোটই অন্য জায়গায় পড়বে। তবে তাতে ওপিএসের জিততে কোনও সমস্যা হবে না, এমনটাও দাবি অনুগামীদের।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version